‘ডন ২’-কে কেন্দ্র করে শাহরুখ খান এবং ফারহান আখতারের মতবিরোধ, রেগে গিয়ে এ কী বলে ফেলেছিলেন বলিউড বাদশা…
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan And Farhan Akhtar Had A Disagreement Over Don 2: নাদির আলির একটি পুরনো সাক্ষাৎকারে ‘ডন ২’-এর দিওয়ান তথা অভিনেতা আলি খান এই ছবির অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। আসলে একটি দৃশ্য বদলাতে চেয়েছিলেন শাহরুখ। সেই সময় কিন্তু ফারহানকে পিছু হঠতে হয়েছিল।
advertisement
1/6

বলিউড বাদশা শাহরুখ খানের উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে অন্যতম হল ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি। আর এই ফ্র্যাঞ্চাইজির ‘ডন’ এবং ‘ডন ২’ ছবির জন্য একে অপরের হাতে হাত মিলিয়ে কাজ করেছেন শাহরুখ খান এবং ফারহান আখতার। আর তারপর বাকিটা তো ইতিহাস! দুটো ছবিই বক্স অফিসে বিপুল ভাবে সাফল্য লাভ করেছে। নাদির আলির একটি পুরনো সাক্ষাৎকারে ‘ডন ২’-এর দিওয়ান তথা অভিনেতা আলি খান এই ছবির অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। আসলে একটি দৃশ্য বদলাতে চেয়েছিলেন শাহরুখ। সেই সময় কিন্তু ফারহানকে পিছু হঠতে হয়েছিল।
advertisement
2/6
স্মৃতিচারণ করে আলি বলেন যে, “আসলে তাঁর (এসআরকে) দৃশ্যটি মনে ছিল না। তো কোনও অ্যাসিস্ট্যান্ট তাঁকে চিত্রনাট্য হাতে দিয়েছিলেন। উনি চিত্রনাট্য দেখেন, আর বলেন যে, “হ্যাঁ ঠিক আছে বস। এবার পড়া যাক।” আমরাও দৃশ্যটি পড়ি... আমরা যখন দৃশ্যটি পড়ছি, তখন শেষে শাহরুখ খান একটি লাইন যোগ করেছিলেন।”
advertisement
3/6
আলি আরও বলেন যে, “ফারহান, জো সিন ফলো কর রাহা হ্যায় অওর শাহরুখ কো দেখ রাহা হ্যায়, মুঝে মেহসুস হো রাহা হ্যায় আপনে পেরিফেরাল ভিশন সে... ফারহান অ্যায়সে (মাথা ঝাঁকানো) কর রাহা হ্যায়। সিন খতম হুয়া। শাহরুখ নে চশমে উতারে বোলা, ‘চল ইয়ার, ভুখ লাগ রহি হ্যায়, খানে চলতে হ্যায়’।”
advertisement
4/6
স্মৃতির সরণি বেয়ে অভিনেতা বলেন চলেন, “ফারহান এবার বলেন, ‘ইয়ার, শাহ, ইয়ার একটা অনুরোধ করতে পারি? যে লাইনটা তুই যোগ করলি, ওটা আসলে চিত্রনাট্যে নেই। তো যেভাবে চিত্রনাট্যটা লেখা হয়েছে, একবার ওই ভাবে কি পড়া যাবে?’ শাহরুখ বলেন, ‘আবে সালে, ডন বনা রাহা হ্যায়, লেকিন ডন কৌন হ্যায়? শাহরুখ খান হ্যায় না? পাবলিক কো শাহরুখ খান ভি তো দেখনা হ্যায় না (আরে, ডন বানাচ্ছিস, কিন্তু ডনটা কে? শাহরুখ খানই তো ডন? জনতা তো শাহরুখ খানকেই দেখবে)। চিন্তা করিস না, আমি করছি’।”
advertisement
5/6
আলি এ-ও জানান যে, পরে তিনি ফারহানকে বলেছিলেন যে, শাহরুখ খানকে নিয়ে মন খারাপ করার কিছু নেই। পোস্ট-প্রোডাকশনে ওই জায়গাটাকে এডিট করে বাদ দিয়ে দিলেই হবে। যদিও ব্যাপারটা একটু ঝামেলার ছিল। কারণ শাহরুখ খান নিজেই ছবিটির প্রযোজনা করছিলেন। তবে শাহরুখ খান শেষে নিজের ভাল সংলাপ ব্যবহার করে দৃশ্যটিকে আরও সুন্দর করে তুলেছিলেন। আর বক্স অফিসে ছবিটি ব্যাপক হিট করেছে।
advertisement
6/6
প্রসঙ্গত, এবার ‘ডন ৩’-এর জন্য রণবীর সিংয়ের সঙ্গে হাত মিলিয়েছেন ফারহান আখতার। সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ছবির গল্প নিয়ে শাহরুখ এবং ফারহানের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল। সেই কারণে ছবিটি না করার সিদ্ধান্ত নেন বলিউড বাদশা।