Seema Sajdeh Sohail Khan Divorce: অন্য নারীর সঙ্গে পরকীয়ার জেরে সোহেলের সঙ্গে বিচ্ছেদ? ডিভোর্স নিয়ে মুখ খুললেন সীমা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Seema Sajdeh Sohail Khan Divorce: সীমা জানান, গত বছর বিবাহবিচ্ছেদ দায়ের করা হলেও তিনি এবং সোহেল বেশ কয়েক বছর ধরেই আলাদা থাকছিলেন।
advertisement
1/6

খান পরিবারের তিন ভাইয়েরই সংসার ভেঙে ছারখার। সলমন খান তো বিয়েই করলেন না। আরবাজ খানের সঙ্গে বহু আগেই বিয়ে ভেঙেছে মালাইকা অরোরার। সর্বশেষ সোহেল খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হল সীমা সাজদেহর।
advertisement
2/6
গত বছরই সোহেল-সীমা ডিভোর্স ফাইল করেছেন। ২৪ বছরের দাম্পত্যে ইতি টেনে নিয়েছেন প্রাক্তন তারকা দম্পতি। তারই মাঝে শোনা গেল, অন্য নারীর সঙ্গে পরকীয়ার জেরেই নাকি এই বিচ্ছেদ হয়েছে।
advertisement
3/6
সম্প্রতি করণ জোহরের শো ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এ এসে বিচ্ছেদ-পরবর্তী জীবন সম্পর্কে কথা বললেন সীমা। তিনি জানালেন, সোহেলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁর।
advertisement
4/6
পরকীয়ার অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে সীমা বললেন, ‘‘অনেকের ধারণা, অন্য নারীর জন্য আমি সরে এসেছি দাম্পত্য থেকে। কিন্তু তা নয়, এটা আমার একটি চয়েস ছিল। দু’জন মানুষ যখন এমন একটি সম্পর্কে থাকে, যেখানে আনন্দ নেই, ক্রমাগত ঝগড়া চলে, তখন সবথেকে বেশি ক্ষতি হয় সন্তানদের।’’
advertisement
5/6
‘‘আপনি ধরতেও পারবেন না কখন সন্তান বড় হয়ে গিয়েছে এবং কখন স্বামী-স্ত্রীর এমন সম্পর্ক তাঁদের ক্ষতি করে দিচ্ছে। তাই এটা আমাদের ছেলে নির্বাণের ভালর জন্য নেওয়া একটি সচেতন সিদ্ধান্ত।’’
advertisement
6/6
সীমা জানান, গত বছর বিবাহবিচ্ছেদ দায়ের করা হলেও তিনি এবং সোহেল বেশ কয়েক বছর ধরেই আলাদা থাকছিলেন। তিনি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন তখনই করেন যখন তাঁর ছেলে তাঁকে বলে, ‘‘মা আমি এখন ঠিক আছি, তুমি এগিয়ে যেতে পারো।’’