TRENDING:

শ্যুট করেন উত্তমকুমারও, চঞ্চল-প্রসেনজিতের আড্ডায় 'উৎসবের' অন্দরমহল, দেখুন ছবি

Last Updated:
সূত্রের খবর, প্রসেনজিৎ চঞ্চলকে বলেছিলেন, 'বাবু, তোমাদের সবাইকে আসতে হবে। অবশ্যই তোমরা বাংলাদেশের সবাই আসবে। তোমাদের অপেক্ষায় থাকব।' চঞ্চলকে নাকি আদর করে 'বাবু' ডাকেন বুম্বাদা।
advertisement
1/8
শ্যুট করেন উত্তমকুমারও, চঞ্চল-প্রসেনজিতের আড্ডায় 'উৎসবের' অন্দরমহল, দেখুন ছবি
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাড়িতে নৈশভোজে বাংলাদেশের ১০ শিল্পী। আসরের মধ্যমণি ওপার বাংলার উচ্চপ্রশংসিত অভিনেতা চঞ্চল চৌধুরী। দুই বাংলার মিলনের এক মধুর মুহূর্ত। খাওয়া-দাওয়া, খোশগল্প, আড্ডা, ছবি তোলা, দুই বাংলার দুই উচ্চপ্রশংসিত শিল্পী এক জায়গায়।
advertisement
2/8
উপস্থিত ছিলেন শেহনাজ খুশি, বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, বৃন্দাবন দাস, পরিচালক সৈয়দ শাওকি প্রমুখ। বিজরী কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেখানেই সকলের প্রিয় বুম্বাদার 'উৎসব' বাসভবনের ঝলক মিলল।
advertisement
3/8
বাংলাদেশের শিল্পীরা হইচইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় এসেছিলেন। তাই নিজের বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন প্রসেনজিৎ। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে 'কারাগার' ওয়েব সিরিজ খ্যাত চঞ্চল জানান, প্রসেনজিৎ নিজের বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখান সকলকে।
advertisement
4/8
বিজরী ফেসবুক পোস্টে লিখেছেন, 'চমৎকার সময় আমরা কাটিয়েছি তার বাড়িতে। ভীষণ পরিপাটি এবং শৈল্পিকতার ছোঁয়ায় পরিপূর্ণ এ বাড়িটির রয়েছে ঐতিহাসিক মর্যাদা। দারুণ একটি সময় কাটালাম আমরা। চঞ্চল চৌধুরী, তোমাকে ধন্যবাদ এই উদ্যোগটি নেওয়ার জন্য।'
advertisement
5/8
এই বাড়িতেই সত্যজিৎ রায়ের ছবি 'নায়ক'-এর শ্যুটিং হয়েছিল। উত্তমকুমারকে অরিন্দম মুখোপাধ্যায় হিসেবে দেখা যায় এই বাড়িতেই। সে গল্প তিনি নিজে ঘুরে ঘুরে বলেন অতিথিদের।
advertisement
6/8
বাড়ির অন্দরমহলের প্রতিটা কোণায় লুকিয়ে রয়েছে স্মৃতি। শোনা যায়, এক সময়ে এই বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এত সব ইতিহাসকে অটুট রাখতেই এখনও এই বাড়িতে ঝলমল করে আলো জ্বলে। এখানেই বাস করেন প্রসেনজিৎ।
advertisement
7/8
দক্ষিণ কলকাতার এই বাড়ির বিভিন্ন ঘরে প্রসেনজিৎ পুরনো দিনের সাজগোজের ছোঁয়া রেখেছেন। রয়েছে 'রেট্রো ভাইব।' তা সে ডাইনিং টেবিল হোক, বা পড়ার ঘর।
advertisement
8/8
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর, প্রসেনজিৎ চঞ্চলকে বলেছিলেন, 'বাবু, তোমাদের সবাইকে আসতে হবে। অবশ্যই তোমরা বাংলাদেশের সবাই আসবে। তোমাদের অপেক্ষায় থাকব।' চঞ্চলকে নাকি আদর করে 'বাবু' ডাকেন বুম্বাদা। আলাপ ২০১০ সালে 'মনের মানুষ'-এ অভিনয় করা থেকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
শ্যুট করেন উত্তমকুমারও, চঞ্চল-প্রসেনজিতের আড্ডায় 'উৎসবের' অন্দরমহল, দেখুন ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল