Saurav Das-Anindita Bose: ক'দিন পরেই দর্শনার সঙ্গে বিয়ে! সৌরভের 'ফ্যামিলি' হয়ে থাকলেন প্রাক্তন অনিন্দিতা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Saurav Das-Anindita Bose: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ দাস। ১৫ ডিসেম্বর মডেল-অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে সাতপাক ঘুরবেন তিনি। ভালবেসেই বিয়ে করার সিদ্ধান্ত।
advertisement
1/5

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ দাস। ১৫ ডিসেম্বর মডেল-অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে সাতপাক ঘুরবেন তিনি। ভালবেসেই বিয়ে করার সিদ্ধান্ত।
advertisement
2/5
জানা গিয়েছে, পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে। তারই জোর প্রস্তুতি চলছে দুই পরিবারে।
advertisement
3/5
শুরু হতে চলেছে জীবনের নতুন অধ্যায়। ভালবাসার মানুষকে নিয়ে সংসার সাজাবেন সৌরভ। কিন্তু নতুনকে আহ্বান জানাতে তিনি মুছে ফেলেননি পুরনো স্মৃতিকে। ফেলে আসার দিনগুলিকেও অস্বীকার করেননি।
advertisement
4/5
অনিন্দিতা বসুর সঙ্গে বহু দিন আগেই সৌরভের সম্পর্ক ভেঙেছে। আলাদা হয়েছে দু'জনের পথ। কিন্তু তাঁদের বিচ্ছেদে ছিল না তিক্ততার রেশ। তাই বোধ হয় আজও সৌরভের ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে তাঁর প্রাক্তনের ছবি।
advertisement
5/5
সৌরভের ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুঁ দিলেই দেখা যায় 'ফ্যামিলি' নামে একটি হাইলাইট। সেখানে এখনও রয়ে গিয়েছে সৌরভ-অনিন্দিতার একাধিক ছবি। স্মৃতি হয়ে থেকে গিয়েছে তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলি।