Satabdi Roy: ১৫ বছর পর আবার সিনেমায় শতাব্দী ম্যাজিক! ফ্রাইডে রিলিজের আগে তারাপীঠে মায়ের আশীর্বাদ নিলেন সাংসদ-অভিনেত্রী
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
শতাব্দী জানান বীরভূমে সেইভাবে কোন সিনেমা হল নেই তাই আপাতত কিছুদিন পর এই সিনেমাটি বোলপুরের একটি সিনেমা হলে রিলিজ করা হবে। অন্যদিকে তিনি চাইছেন বীরভূমে অন্তত দর্শকদের জন্য দুই একটি ভাল সিনেমা হল চালু করা হোক।
advertisement
1/8

আজ বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দিলেন বীরভূম এর সংসদ এবং কোর কমিটির আহ্বায়ক সদস্যা শতাব্দী রায়। দীর্ঘ তিন বার তিনি বীরভূমের সংসদ পদে। এই বার তিনি চতুর্থ বারের জন্য বীরভূমের সংসদ। (সৌভিক রায়)
advertisement
2/8
দীর্ঘ প্রায় ১৪-১৫ বছর ধরে তিনি কোনও ধরনের সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন না। তবে তিনি থিয়েটার করতেন। মূলত রাজনীতির কাজের চাপে তিনি সিনেমা করতে পারতেন না। এই নিয়ে বেশ আক্ষেপ ছিল শতাব্দী রায় এর ভক্তদের মধ্যে।
advertisement
3/8
ভক্তদের কথা ভেবে প্রায় দীর্ঘ ১৫ বছর পর আবার সিনেমার বড় পর্দায় আসছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেই সিনেমার সাফল্য কামনায় আজ বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে বেলা ১১:০০ টা নাগাদ তিনি পুজো দেওয়ার জন্য আসেন।
advertisement
4/8
সিনেমার পরিচালক এবং প্রযোজককে সঙ্গে নিয়ে প্রায় ১০ মিনিট তিনি মা তারার গর্ভ গৃহে থেকে মা তারার কাছে সিনেমার সাফল্য কামনা করে।
advertisement
5/8
তৃণমূল সংসদ শতাব্দী রায় জানান আগামীকাল থেকে কলকাতার বিভিন্ন সিনেমা হলে এই সিনেমা রিলিজ হচ্ছে। মূলত ভৌতিক গল্পের উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি।
advertisement
6/8
বর্তমানে এই ধরনের সিনেমা খুব একটা হচ্ছে না। তাই এই সিনেমাটি দর্শকদের ভাল লাগতে পারে বলে আশাবাদী শতাব্দী রায়।
advertisement
7/8
অন্যদিকে শতাব্দী জানান বীরভূমে সেইভাবে কোন সিনেমা হল নেই তাই আপাতত কিছুদিন পর এই সিনেমাটি বোলপুরের একটি সিনেমা হলে রিলিজ করা হবে। অন্যদিকে তিনি চাইছেন বীরভূমে অন্তত দর্শকদের জন্য দুই একটি ভাল সিনেমা হল চালু করা হোক।
advertisement
8/8
পরিচালক মৈনাক ভৌমিক। তাঁর আসন্ন ছবি'বাৎসরিক'(????????????????????????????????????)’-এর মাধ্যমে আবারও অভিনয়ে ফিরছেন শতাব্দী। (ছবি-শতাব্দী রায-ফেসবুক)