Saswata Chatterjee on Rocky Aur Rani Kii Prem Kahani: তাঁর ছেড়ে দেওয়া চরিত্র করে বলিউডে সফল টোটা! 'সবচেয়ে বড় আফসোস', অকপট শাশ্বত
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Saswata Chatterjee on Rocky Aur Rani Kii Prem Kahani: অভিনয় থেকে কত্থক নাচ, টোটার প্রতিভা নিয়ে চর্চার শেষ নেই। কিন্তু জানেন কি, ছবিতে আলিয়ার বাবার চরিত্রের জন্য টোটা প্রথম পছন্দ ছিলেন না?
advertisement
1/5

করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কহানি'-তে চন্দন চ্যাটার্জীর ভূমিকায় তাক লাগিয়েছেন টোটা রায়চৌধুরি। অভিনয় থেকে কত্থক নাচ, বাঙালি অভিনেতার প্রতিভা নিয়ে চর্চার শেষ নেই। কিন্তু জানেন কি, ছবিতে আলিয়ার বাবার চরিত্রের জন্য টোটা প্রথম পছন্দ ছিলেন না?
advertisement
2/5
অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে চন্দন চ্যাটার্জী হিসেবে চেয়েছিলেন নির্মাতারা। তাঁকে অভিনয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন শাশ্বত। তিনি জানান, চরিত্রের স্বার্থে তাঁকে কত্থক করতে হত। কিন্তু সেই বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন না শাশ্বত।
advertisement
3/5
করণ জোহরের ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া। আফসোস হয় না? শাশ্বতর স্পষ্ট উত্তর, "অবশ্যই আফসোস হয়। এটা আমার দুর্ভাগ্য যে, করণ জোহরের ছবিকে আমার না বলতে হল। এটা আমার জীবনের সবচেয়ে বড় আফসোস।"
advertisement
4/5
এখানেই থেমে যাননি শাশ্বত। তিনি আরও বলেন, "আমার মনে হয়, নির্মাতাদের তড়িঘড়ি হ্যা বলে পরে ব্যর্থ হওয়ার চেয়ে আমি কোন কাজটা পারব না, তা বলে দেওয়া ভাল।"
advertisement
5/5
প্রেম কহানি রকি আর রানির হলেও নজর কেড়েছেন বাংলার টোটা এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। ছবিতে আলিয়া ভাটের মা-বাবার ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছেন দু'জনেই।