Saraswati Puja 2024: টলিপাড়ায় উৎসবের মেজাজ! দেব-শুভশ্রী থেকে ঋতুপর্ণা, সেলেবরা মেতে উঠেছিলেন সরস্বতী বন্দনায়, রইল ছবি
- Written by:Manash Basak
- news18 bangla
- Published by:Sayani Rana
Last Updated:
Saraswati Puja 2024: টলিপাড়ায় আজ উৎসবের মেজাজ। রাজনন্দিনী থেকে সোহাম, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ সেলেবেরা মেতে উঠেছিলেন বাগদেবীর আরাধনায়।
advertisement
1/7

টলিপাড়ায় আজ উৎসবের মেজাজে। রাজনন্দিনী থেকে সোহাম, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ সেলেবেরা মেতে উঠেছিলেন বাগদেবীর আরাধনায়।
advertisement
2/7
শ্যুটিং-এর ব্যস্ততা থেকে বিরতি নিয়ে লেক গার্ডেনসে নিজের বাড়িতে সরস্বতী পুজো করলেন অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত। হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। প্রতিবারের তুলনায় এবারের পুজোর আড়ম্বর একটু কম ছিল। শাশুড়ি অসুস্থ থাকায় ঋতুপর্ণা বড় করে সরস্বতী পুজো উদযাপন করতে পারেননি।
advertisement
3/7
নিজের প্রোডাকশন হাউজের অফিসে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে জমজমাট অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীর সরস্বতী পুজো। সোহমের বক্তব্য এখন তিনি শুধু নিজের জন্য নন দুই ছেলের জন্য মা সরস্বতীর কাছে প্রার্থনা করেন। তিনি যেহেতু রাজনীতিবিদ তাই চান সকল মানুষ যেন ভাল থাকেন।
advertisement
4/7
প্রতিবছরের মতো এবারও নিজের অফিসে সাড়ম্বরে সরস্বতী পুজো করলেন অভিনেতা দেব। চলচ্চিত্র জগতের অনেকেই উপস্থিত ছিলেন তাঁর অফিসে। সামনেই শুরু হবে খাদানের শ্যুটিং সেই নিয়ে মা সরস্বতীর কাছে বিশেষ প্রার্থনা করেন দেব।
advertisement
5/7
এছাড়াও সৃজিত মুখোপাধ্যায়, ইধিকা পাল, সৌমিতৃষা কুন্ডু, ইশা সাহা, সৃজা দত্ত সকলেই দেবের অফিসের সরস্বতী পুজোয় এসেছিলেন।
advertisement
6/7
ইন্দ্রানী দত্ত ও তাঁর মেয়ে রাজনন্দিনী পাল তাঁদের গলফ ক্লাব রোডের বাড়িতে সাড়ম্বরে দেবী সরস্বতী পুজো উদযাপন করেন। হাজির ছিলেন ইন্দ্রানী দত্তের নাচের স্কুলের ছাত্রীরাও। রাজনন্দিনী এদিন গানও গেয়েছেন।
advertisement
7/7
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও মেতে উঠেছিলেন বাগদেবীর আরাধনায়।