Saraswati Puja 2022 : তারকাদের সরস্বতী পুজো! বসন্ত পঞ্চমীতে বাসন্তী রঙে সাজলেন নুসরত, কোয়েল থেকে ঋতাভরী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Saraswati Puja 2022 : কোয়েল থেকে নুসরত অধিকাংশ অভিনেত্রীই আজ হলুদ শাড়িতে সাজলেন। দেখে নেওয়া যাক কে কেমন সাজলেন আজ।
advertisement
1/10

বসন্ত পঞ্চমী মানেই বাসন্তী রঙের শাড়িতে সেজে ওঠা। স্কুল কলেজ তো আছেই। এছাড়া টলিপাড়াও আজ মেতেছে বাগদেবীর আরাধনায়। কোয়েল থেকে নুসরত অধিকাংশ অভিনেত্রীই আজ হলুদ শাড়িতে সাজলেন। দেখে নেওয়া যাক কে কেমন সাজলেন আজ।
advertisement
2/10
সরস্বতী পুজোয় এই ছবি শেয়ার করেছেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান দুজনেই। সম্পর্কের কথা প্রকাশ্যে আনার পরে এটাই প্রথম সরস্বতী পুজো। হলুদ শাড়িতে সাজলেন নুসরত। নীল জামায় যশ।
advertisement
3/10
হলুদ শাড়ি ও গেরুয়া ব্লাউজ। সঙ্গে সোনার মানানসই গয়না। বরাবরের মতোই সুন্দর কোয়েল মল্লিক। হাতের গাঁদার মালা আরও সুন্দর করেছে সাজকে।
advertisement
4/10
সরস্বতী পুজোয় মেতেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। হলুদ শাড়ির সঙ্গে লাল ব্লাউজ। চুল খোঁপা করেছেন অভিনেত্রী।
advertisement
5/10
বাগদেবী পুজোয় হলুদ ছাড়াও সাদা শাড়ি পরারও চল রয়েছে। অভিনেত্রী সন্দীপ্তা সেন মা বাবার সঙ্গে কাটালেন সরস্বতী পুজো।
advertisement
6/10
কালো হাইনেক ব্লাউজের সঙ্গে হলুদ শাড়ি। সঙ্গে কানে ঝুমকো। ব্লো ড্রাই হেয়ার ও লিপশেড সাজ পরিপূর্ণ করেছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
7/10
শাড়ি নয়। তবু হলুদ আছে । হলুদ কুর্তির সঙ্গে কানে বড় ঝুমকো। কপালে কালো টিপ। এভাবেই বীণাপাণির পুজো করলেন মধুমিতা সরকার।
advertisement
8/10
হলুদ আজ আবশ্যিক। তাই সিনেমার থেকেই হলুদ পোশাকে এই ছবি পোস্ট করেছেন দেব। সঙ্গে রুক্মিণী।
advertisement
9/10
অভিনেত্রী সৌরসেনীও একটু ব্যতিক্রমী সাজলেন। অফ হোয়াইট শাড়ি পরেছেন অভিনেত্রী। সরস্বতী মূর্তির সামনে ছবি তুলেছেন অভিনেত্রী।
advertisement
10/10
সম্পূর্ণ হলুদ শাড়ি ও ব্লাউজে সাজলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সঙ্গে হালকা সোনার দুল পরেছেন অভিনেত্রী।