Cannes Film Festival 2023 || Sara Ali Khan: চোখ ধাঁধানো লেহঙ্গা, মাথায় ওড়না! সাবেকি সাজে কানের লাল গালিচায় তাক লাগালেন সারা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Cannes Film Festival 2023 || Sara Ali Khan: কান উৎসবে হাতেখড়িতেই তাক লাগালেন সারা। তাঁর পোশাকে রইল সাবেকিয়ানা এবং আভিজাত্যের ছোঁয়া। সইফ-কন্যার সাজে মুগ্ধ সকলেই
advertisement
1/6

কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম চর্চিত এবং মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম। ১৬ মে থেকে ফ্রেঞ্চ রিভিয়েরায় বসে দেশ-বিদেশের বাছাই করা তাবড় সব ছবির প্রদর্শনী। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সারা আলি খানও। এ বছরই কানে অভিষেক হল পটৌডি পরিবারের কন্যার।
advertisement
2/6
কান উৎসবে হাতেখড়িতেই তাক লাগালেন সারা। তাঁর পোশাকে রইল সাবেকিয়ানা এবং আভিজাত্যের ছোঁয়া। সইফ-কন্যার সাজে মুগ্ধ সকলেই।
advertisement
3/6
গাউন বা শাড়ি নয়, কান উৎসবে লেহঙ্গা পড়ে হাজির হয়েছিলেন ২৭-এর অভিনেত্রী। লাল গালিচায় যখন হাঁটলেন, তাঁর আত্মবিশ্বাস নজর কাড়ল সকলের।
advertisement
4/6
আইভরি লেহঙ্গায় সেজে উঠেছিলেন সারা। ভারী কাজের ব্লাউজ এবং মাথায় ওড়না নিয়ে তাক লাগালেন শর্মিলা ঠাকুরের নাতনি।
advertisement
5/6
অল্প মেক আপ এবং মানানসই গয়না সারার সাজকে আরও সুন্দর করে তোলে। কানে দুল, হাতে ব্রেসলেট, এক প্রকার আড়ম্বরহীন ভাবেই সেজে ওঠেন অভিনেত্রী।
advertisement
6/6
আবু জানি, সন্দীপ খোসলা এবং ডলি জৈনের ভাবনায় সেজে ওঠেন সারা। অভিনেত্রীর সাজপোশাকে মুগ্ধ নেটিজেনরাও। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।