Sara Ali Khan:সত্যিই কি সবটা শেষ! হৃদয় ভেঙে চুরমার, শুভমন নয় বরং সারার মনে রয়েছে অন্য কেউ, হতাশ ফ্যানেরা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sara Ali Khan: প্রেমের জল্পনার মধ্যেই এবার শুভনের হৃদয় ভাঙলেন সারা৷ যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন৷
advertisement
1/7

বিনোদন জগতের সঙ্গে ক্রিকেটের যে কতটা নিবিড় সম্পর্ক রয়েছে তা সকলেরই জানা৷ একাধিক তারকাদের সঙ্গে প্রেম থেকে সুখের সংসার করছেন ক্রীড়াবিদরা৷
advertisement
2/7
বলিপাড়ার অন্দরে কান পাতলে সারা আলি খানের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছিল। ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে নাম জড়িয়েছে সারার। শোনা যাচ্ছে, সইফ কন্যা সারার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন শুভমন গিল। অনেকদিন ধরে সারা ও শুভমনের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।
advertisement
3/7
প্রেমের জল্পনার মধ্যেই এবার শুভনের হৃদয় ভাঙলেন সারা৷ যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন৷ সম্প্রতি প্রিয় আইপিএল দল নিয়ে মুখ খুলেছেন সারা,তারপর থেকেই চর্চা তুঙ্গে৷
advertisement
4/7
একটি রেস্তোরাঁয় প্রথম দুজনকে একসঙ্গে দেখা যায়। এমনকী বিমানেও সারা ও শুভমনকে ডিনার করতে দেখা যায়৷ তারপর থেকেই শুরু হয় প্রেমের চর্চা। যদিও শুভমনের সঙ্গে রিলেশন নিয়ে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন সারা।
advertisement
5/7
সম্প্রতি সারাকে প্রশ্ন করা হয় আইপিএল-এর কোন দল সবচেয়ে বেশি পছন্দের৷ সকলেই জানতেন গুজরাট টাইটান্সের কথাই বলবেন, কারণ এই দলেই রয়েছে শুভমন গিল৷ কিন্তু এ তো পুরো উল্টো সুর গাইলেন সারা৷
advertisement
6/7
সকলকে অবাক করে দিয়ে সারা বলেন মুম্বই ইন্ডিয়ান্সের নাম৷ যা শোন মাত্রই ভক্তরা হতাশ হয়ে পড়েছেন ভক্তরা৷ সারার মুখ থেকে এই নাম শোনার পর থেকেই ভক্তরা নানা প্রশ্ন তুলেছেন৷
advertisement
7/7
সারা বলেন, এই নিয়ে কোনওরকম সন্দেহ থাকতেই পারে না৷ আমি নিজে নীল রঙের পোশাক পরে এসেছি৷ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিও নীল রঙের৷ মুম্বই ইন্ডিয়ান্সের জন্য শুভ কামনাও জানিয়েছেন সারা আলি খান৷