Saif-Amrita Divorce: মন খুলে হাসি অমৃতার, সইফের সঙ্গে ডিভোর্সের পর... বিচ্ছেদের গোপন কথা ফাঁস সারার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Saif-Amrita Divorce: সারা আলি খান শেয়ার করেছিলেন যে তাঁর বাবা ও মায়ের বিবাহ বিচ্ছেদ তাদের পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল না। সারা জানিয়েছেন, তারা দুজনেই এই বিচ্ছেদে সুখী ছিলেন৷ সারা আরও বলেন, ডিভোর্সের পর তারা আজ ভীষণ খুশি৷
advertisement
1/5

বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি স্টারকিডদের নিয়েও নেটিজেনদের প্রবল আগ্রহ রয়েছে। 'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান।
advertisement
2/5
বলিউডের একজন ভাল অভিনেত্রীই শুধু নন, বর্তমান সময়ের সবচেয়ে স্পষ্টভাষী সেলিব্রিটিদের মধ্যে একজন হলেন সারা আলি খান। এমনকী নিজের ব্যক্তিগত জীবন, বাবা-মায়ের ডিভোর্স সবটা নিয়েই সোচ্চার ছিলেন সারা আলি খান৷
advertisement
3/5
পুরনো এক সাক্ষাৎকারে, সারা আলি খান শেয়ার করেছিলেন যে তাঁর বাবা ও মায়ের বিবাহ বিচ্ছেদ তাদের পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল না। সারা জানিয়েছেন, তারা দুজনেই এই বিচ্ছেদে সুখী ছিলেন৷ সারা আরও বলেন, ডিভোর্সের পর তারা আজ ভীষণ খুশি৷ আমি আমার মাকে এখন হাসতে, ঠাট্টা করতে দেখি, যা এত বছর ধরে মিস করেছি। তাকে আবার এভাবে দেখতে পাওয়াটা আনন্দের এবং সবচেয়ে বেশি স্বস্তির।
advertisement
4/5
সারার বয়স যখন ৯ বছর তখনই আলাদা হয় অভিনেত্রীর বাবা ও মা৷ এবং ওই ছোট বয়স থেকেই অন্য বাচ্চাদের তুলনায় বেশ কিছুটা অ্যাডভান্স ছিলেন নায়িকা৷ বাবা ও মা যে সুখী ছিলেন না তা সবচেয়ে বড় সমস্যার ছিল৷ বর্তমানে দুজন দুই বাড়িতে সুখী এটাই সবচেয়ে বড় পাওনা বলে জানিয়েছেন সারা৷
advertisement
5/5
বিবাহবিচ্ছেদের পর ২০১২ সালে সইফ আলি খান বয়সে ছোট অভিনেত্রী কারিনা কাপুর খানকে বিয়ে করেছেন। বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে তৈমুর এবং জাহাঙ্গীর আলি খান। ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে, সারা আলি খানকে শেষবারের মত দেখা গিয়েছে ভিকি কৌশলের সঙ্গে 'জারা হটকে জারা বাঁচকে' ছবিতে।