Sara Ali Khan: স্কুলে পড়ার সময় সাসপেন্ড হতে বসেছিলেন সারা আলি খান, ফাঁস হল কারণ! জানলে হাঁ হয়ে যাবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sara Ali Khan: কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক। 'কেদারনাথ', 'সিম্বা' ছবি দিয়ে বলিউড যাত্রা শুরু সারা আলি খানের।
advertisement
1/8

বলিউডে এই মুহূর্তে নিজের জায়গা পাকা করে ফেলেছেন সারা আলি খান। সইফ আলি খান ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা।
advertisement
2/8
বলিউডে অভিষেকের আগে থেকেই সারা অভিনয় করতেন। হ্যাঁ। তাঁর স্কুলে সমস্ত নাটকের মূল চরিত্রে থাকতেন তিনিই।
advertisement
3/8
সারা আলি খানের জীবনের কয়েকটি অজানা তথ্য রইল তাঁর ভক্তদের জন্য।
advertisement
4/8
বিদেশে গিয়ে পড়াশোনা করেছেন সারা। তবে ছোট থেকেই অভিনেত্রী হওয়ার সখ ছিল তাঁর।
advertisement
5/8
প্রায় ১০০ কিলো ওজন ঝরিয়ে এখন ছিপছিপে সারার হাজার হাজার ভক্ত। সারা আলি খান পতৌদি। বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী।
advertisement
6/8
কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক। 'কেদারনাথ', 'সিম্বা' ছবি দিয়ে বলিউড যাত্রা শুরু।
advertisement
7/8
এক সাক্ষাৎকারে সারা বলেছিলেন, একবার স্কুল থেকে সাসপেন্ড হতে হতে বেঁচেছিলেন। কেন? ফ্যানের দিকে ফেভিকলের বোতল ছুঁড়েছিলেন। বোতল ফেটে চারিদিকে ফেভিকলে ভরে যায়।
advertisement
8/8
সারার পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা দেশের যে কোনও আধ্যাত্মিক স্থান। কামাক্ষ্যা মন্দির, আজমের শরিফ, কেদারনাথ, সময় পেলেই তিনি ঘুরে বেড়ান।