Sara Ali Khan And Ibrahim Ali Khan: কাশ্মীরে ছুটি কাটচ্ছেন ইব্রাহিম ও সারা ! সামনে এল দিদি-ভাইয়ের মিষ্টি ছবি
- Published by:Piya Banerjee
Last Updated:
Sara Ali Khan : ভিকি কৌশলের সঙ্গে শ্যুটিং শেষ করেই ভাই ও বন্ধুদের নিয়ে কাশ্মীরে ছুটিতে গেলেন সারা আলি খান !
advertisement
1/9
কাশ্মীরে ভাই ইব্রাহিমের সঙ্গে ছুটি কাটাতে চলে গেলেন সারা আলি খান। সদ্যই তিনি নতুন ছবির কাজ শেষ করেছেন ভিকি কৌশলের সঙ্গে। শ্যুটিং শেষ করে মুম্বইতে ফিরেই ভাইকে নিয়ে চলে গেলেন কাশ্মীর।
advertisement
2/9
তবে এবার সারা ও ইব্রাহিমের সঙ্গে যাননি তাঁদের মা অমৃতা সিং। বন্ধুদের সঙ্গে গিয়েছেন সারা ও ইব্রাহিম।
advertisement
3/9
সারা অভিনয় ছাড়াও নিজের ট্রাভেল ভ্লগ করেন। নানা জায়গায় বেড়াতে গিয়ে তিনি ঠিক কী করেছেন তা তুলে ধরেন। বেশির ভাগ সময় তাঁকে মা ও ভাইকে নিয়েই ঘুরতে যেতে দেখা যায়।
advertisement
4/9
ইব্রাহিম আলি খানকে একেবারে তাঁর বাবা সইফ আলি খানের মতোই দেখতে। দিন দিন তিনিও হয়ে উঠছেন বলিউডের হট টপিক। বাবা-মা এবং দিদির মতো অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেবেন ইব্রাহিম।
advertisement
5/9
সারা ও ইব্রাহিমকে এই ছবিতে খুব আদুরে লাগছে। নেটিজেনরা এই ছবির প্রশংসা করেছেন। এবং ভাই বোনকে ভালবাসায় ভরিয়েছেন।
advertisement
6/9
দিদি সারাই সব কিছু ইব্রাহিমের কাছে। প্রিয় বন্ধুও দিদি। তাঁরা সব সময় এক সঙ্গে আড্ডা দিতে ভালবাসেন। বেড়ানো থেকে ভাইবোনের ঝগড়া সবেতেই ইব্রাহিম-সারা সুপারহিট।
advertisement
7/9
শীতের পোশাকে দিদি সারার সঙ্গে বরফে ড্রাইভে ব্যস্ত ইব্রাহিম।
advertisement
8/9
দিদি-ভাইয়ের ভালবাসা এমনটাই হয়। নিজের হাতে ভাইকে খাবার খাইয়ে দিচ্ছেন সারা আলি খান।
advertisement
9/9
সারা ও ইব্রাহিমের এই আদুরে ছবি সকলের মন জয় করেছে।