মারকাটারি অ্যাকশন অবতারে ৬৪ বছর বয়সী সুপারস্টার, চলতি বছরের প্রথম ব্লকবাস্টার এই ছবি ! ইতিমধ্যেই সাড়া ফেলেছে বক্স অফিসে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Blockbuster Film Of 2025: প্রথম দিন থেকেই বক্স অফিস রীতিমতো তোলপাড় করে দিতে শুরু করে এই ছবিটি। যা মারকাটারি অ্যাকশনে ঠাসা। সেই সঙ্গে রয়েছে কমেডির মালমশলাও। এই ছবির গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে।
advertisement
1/6

সুপারস্টার ভেঙ্কটেশ দগ্গুবতীর তেলুগু ছবি ‘সংক্রান্তিকি বস্তুনম’ বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। আয়ের নিরিখে এই ছবিটি ইতিহাস গড়েছে। শুধু দেশেই নয়, বিদেশেও বজায় রয়েছে ‘সংক্রান্তিকি বস্তুনম’ ছবির ম্যাজিক। আর এই ছবিই ২০২৫ সালে প্রথম ব্লকবাস্টার ছবির তকমা পেয়েছে। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই ফিল্মের কালেকশন ৩০০ কোটি পার করেছে। এই ছবিটি এখনও পর্যন্ত কত টাকা আয় করেছে, সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
2/6
ভেঙ্কটেশের ‘সংক্রান্তিকি বস্তুনম’ ছবিটি মুক্তি পেয়েছিল গত ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে। আর প্রথম দিন থেকেই বক্স অফিস রীতিমতো তোলপাড় করে দিতে শুরু করে এই ছবিটি। যা মারকাটারি অ্যাকশনে ঠাসা। সেই সঙ্গে রয়েছে কমেডির মালমশলাও। এই ছবির গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। সেই কারণে বক্স অফিস থেকে প্রচুর সাড়া পাচ্ছে ছবিটি। আপাতত সারা বিশ্বে এই ছবি প্রায় ৩০৩ কোটি টাকার ব্যবসা করেছে।
advertisement
3/6
ছবি নির্মাণের খরচের তুলনায় আয় বেশি: IMDb রিপোর্ট অনুযায়ী, ‘সংক্রান্তিকি বস্তুনম’ ছবিটি তৈরি করতে নির্মাতারা খরচ করেছেন প্রায় ৫০ কোটি টাকা। আর এই ভাবে ছবিটি এখনও পর্যন্ত খরচের ৬ গুণ বেশি উপার্জন করেছিল। যে গতিতে এই ছবিটি ব্যবসা করছে, তার ফলে তা খুব শীঘ্রই ৩৫০ কোটি টাকার ক্লাবে জায়গা করে নেবে।
advertisement
4/6
দেশের বক্স অফিসে ‘সংক্রান্তিকি বস্তুনম’ ছবিটি কত ব্যবসা করেছে, সেই বিষয়ে বিশদে আলোচনা করা যাক। ট্রেড ওয়েবসাইট Saknilk-এর প্রতিবেদন অনুযায়ী, ভেঙ্কটেশের এই ছবিটি এখনও পর্যন্ত দেশে ১৭৪.১০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবির আয়ের এই পরিসংখ্যান গত ২১ দিনের।
advertisement
5/6
ছবির গল্প কী? ‘সংক্রান্তিকি বস্তুনম’ ছবির গল্প আবর্তিত হয়েছে এক বিবাহিত দম্পতিকে ঘিরে, যাঁরা সুখে শান্তিতে জীবনযাপন করেন। তবে নায়কের প্রাক্তন প্রেমিকা তাঁদের জীবনে প্রবেশ করায় এক নাটকীয় নতুন মোড় আসে। এই দম্পতির জীবনের মোড় পুরোপুরি ভাবে ঘুরে যায়। আর এই ছবিতে দুর্ধর্ষ অ্যাকশন অবতারে দেখা গিয়েছে ৬৪ বছর বয়সী ভেঙ্কটেশকে।
advertisement
6/6
‘সংক্রান্তিকি বস্তুনম’ ছবির স্টার কাস্ট: বলে রাখা ভাল যে, ‘সংক্রান্তিকি বস্তুনম’ ছবির পরিচালক হলেন অনিল। এই ছবিতে ভেঙ্কটেশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মীনাক্ষি চৌধুরি, ঐশ্বর্য রাজেশ, উপেন্দ্র লিমায়ে, সাই কুমার এবং ভিটিভি গণেশ। বিভিন্ন প্রতিবেদন থেকে শোনা যাচ্ছে যে, এই ছবির ডিজিটাল স্বত্ত্ব কিনেছে ZEE5। প্রেক্ষাগৃহের পর খুব শীঘ্রই ওটিটি-র পর্দা কাঁপাতে আসবে ওই ছবি।