Kojagari Lakshmipuja 2023: নিজের হাতে ভোগ রান্না থেকে পঞ্চপ্রদীপে আরতি, কোজাগরী লক্ষ্মীপুজো করলেন প্রয়াত অভিনেতা অভিষেকের স্ত্রী সংযুক্তা, রইল অ্যালবাম
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kojagari Lakshmipuja 2023: কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপুজোও করলেন অভিষেকপত্নী সংযুক্তা৷
advertisement
1/8

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকালপ্রয়াণে জীবনকে স্তব্ধ হয়ে যেতে দেননি তাঁর স্ত্রী সংযুক্তা৷
advertisement
2/8
সব সময় বলেন তাঁর সঙ্গে রয়েছেন অভিষেক৷ তাঁর দেখানো পথেই তিনি এগোচ্ছেন৷ বড় করছেন একমাত্র মেয়েকে৷
advertisement
3/8
অভিষেক এবং সংযুক্তা দু’জনেই ঈশ্বরবিশ্বাসী ও পুজোর প্রতি নিষ্ঠাবান৷ নিজের বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন অভিষেক৷
advertisement
4/8
স্বামীর অকালপ্রয়াণে গত বছর দুর্গাপুজোর আয়োজন করতে পারেননি সংযুক্তা৷ পুজোর সময় মেয়েকে নিয়ে চলে গিয়েছিলেন বাইরে ছুটি কাটাতে৷
advertisement
5/8
এ বার নিজের ফ্ল্যাটে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন সংযুক্তা৷ সব রীতিনীতি পালন করে দুর্গাপুজো আয়োজিত হয় তাঁদের বাড়িতে৷
advertisement
6/8
কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপুজোও করলেন সংযুক্তা৷ ফুল ও মালায় সাজানো হয়েছিল ধনসম্পদদাত্রী দেবীর চিত্র৷
advertisement
7/8
নিজের হাতে লক্ষ্মীপুজোর ভোগপ্রসাদ রান্না করেন সংযুক্তা৷
advertisement
8/8
পঞ্চপ্রদীপ প্রজ্বলিত করে দেবী লক্ষ্মীর আরতিও করেন অভিষেকপত্নী৷