Sania Mirza-Shoaib Malik: বিয়ের রাত কাটতে না কাটতেই...! ডিভোর্স নিয়ে বিস্ফোরক সানিয়া, তৃতীয় বিয়ের শুভেচ্ছা শোয়েবকে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sania Mirza-Shoaib Malik: প্রাক্তন স্বামী শোয়েব মালিক ও সানা জাভেদকে বিয়ের শুভেচ্ছা জানালেন সানিয়া মির্জা৷ এদিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি ডিভোর্স নিয়েও বিস্ফোরক তথ্য ফাঁস করলেন সানিয়া মির্জা৷
advertisement
1/7

সানিয়া মির্জা ও শোয়েব মালিকের ডিভোর্স নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল৷ অবশেষে যাবতীয় চর্চার অবসান হল শনিবার সকালেই৷
advertisement
2/7
আবারও তৃতীয়বার বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নতুন জীবন শুরু করলেন শোয়েব৷
advertisement
3/7
প্রাক্তন স্বামী শোয়েব মালিক ও সানা জাভেদকে বিয়ের শুভেচ্ছা জানালেন সানিয়া মির্জা৷ এদিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি ডিভোর্স নিয়েও বিস্ফোরক তথ্য ফাঁস করলেন সানিয়া মির্জা৷
advertisement
4/7
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সানিয়া মির্জা৷ টেনিস সুন্দরী পোস্টে লেখেন- বেশ কয়েকমাস আগেঅ শোয়েবের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে৷ ধর্মীয় আইন মেনেই বিচ্ছেদ হয়েছে তাঁদের৷ ফ্যানেদের জল্পনায় কান না দিয়ে গোপনীয়তা বজায় রাখার কথা বলেছেন সানিয়া মির্জা৷
advertisement
5/7
সানিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে তাঁর পরিবার৷ যেখানে লেখা রয়েছে, সানিয়া সবসময় তাঁর ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন৷ কিন্তু আজ যা পরিস্থিতি তাতে জানাতে বাধ্য হয়েছেন যে কয়েক মাস আগে শোয়েবের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে৷
advertisement
6/7
সানিয়া বিচ্ছেদের খবর জানিয়ে সমস্ত অনুরাগীদের অনুরোধও করেন কোনও জল্পনায় কান না দিয়ে সমস্ত গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য৷ উল্লেখ্য, ২০১০ সালে শোয়েবকে বিয়ে করেছিলেন সানিয়া৷ তারপর থেকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি টেনিস তারকাকে৷ সব সমালোচনা সহ্য করেছিলেন নীরবে৷
advertisement
7/7
সানিয়া ও শোয়েবের একটি পুত্র সন্তানও আছে৷ যার নাম ইজহান৷ দুবাইতে একসঙ্গে থাকতেন তারা৷ তারপরই আচমকা ছন্দপতন৷ এবার পাকাপাকি ডিভোর্সের খবর জানালেন সানিয়া৷ কেন ভাঙল শোয়েবের সঙ্গে দাম্পত্য? জানা গেছে, শোয়েবের পরকীয়ার জেরেই নাকি সংসারে ভেঙেছে তাঁদের৷