TRENDING:

Sandipta Sen-Soumya Mukherjee Wedding: সন্দীপ্তার হাতে শাঁখা-পলা পরতেই বদলে গেল লুক! পরিচিত অভিনেত্রী এখন পাক্কা গৃহিণী, রইল ছবি

Last Updated:
Sandipta Sen-Soumya Mukherjee Wedding Photo: সকাল সকাল সন্দীপ্তার হাতে শাঁখা-পলা দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে বাঙালি বিয়ের সব নিয়ম মেনেই হবে অনুষ্ঠান৷
advertisement
1/10
সন্দীপ্তার হাতে শাঁখা-পলা পরতেই বদলে গেল লুক!পরিচিত অভিনেত্রী এখন পাক্কা গৃহিণী
আজ সেই শুভ সময়৷ আজ, ৭ ডিসেম্বর, চার হাত এক হবে সৌম্য-সন্দীপ্তার৷ ইতিমধ্যেই একের পর এক ছবি সামনে এসেছে৷ কখনও অভিনেত্রীর বাগদানের ছবি তো কখনও রিং সেরিমনির ছবি-ভিডিও৷ সবটাই যেন রূপকথার মতো৷
advertisement
2/10
কখনও অভিনেত্রীর বাগদানের ছবি তো কখনও রিং সেরিমনির ছবি-ভিডিও৷ সবটাই যেন রূপকথার মতো৷
advertisement
3/10
একটি জনপ্রিয় ওটিটি প্ল্যটফর্মের চিফ অপরেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সন্দীপ্তা সেনের৷ ধুমধাম করে সেই বিয়ের অনুষ্ঠান হবে, তাতে কোনও সন্দেহ নেই৷ অন্তত আগের পর্বগুলি সেই ইঙ্গিত দিয়েছে৷ অনেকদিন ধরেই তাঁদের বন্ধুত্ব এবং প্রেম৷ তাঁদের এই প্রেমের সাক্ষী সন্দিপ্তার খুব কাছের বন্ধু ত্বরিতা৷ তিনি নিজেও পরিচিত মুখ৷
advertisement
4/10
অনেকদিন ধরেই তাঁদের বন্ধুত্ব এবং প্রেম৷ তাঁদের এই প্রেমের সাক্ষী সন্দিপ্তার খুব কাছের বন্ধু ত্বরিতা৷ তিনি নিজেও পরিচিত মুখ৷
advertisement
5/10
সন্দীপ্তার বিয়ের প্রতিটি আচর-অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তিনি৷
advertisement
6/10
রিং সেরিমনিতেও তিনি ও তাঁর স্বামী সৌরভ বন্দ্যোপাধ্যায় নেচেছিলেন৷ এমনকী বিয়ের আগে সন্দীপ্তা-সৌম্যকে আইবুড়ো ভাত খাওয়ান তাঁরা৷
advertisement
7/10
বন্ধু সন্দীপ্তার বিয়েতে কিছুটা আবেগতাড়িত ত্বরিতা৷ সন্দীপ্তার বিয়ের সকাল সকাল তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁদের ছবি, সঙ্গে মিষ্টি লেখা৷ তিনি লিখলেন যে "আমার কাছের মানুষ এর সংখ্যা খুব কম, আর তার মধ্যে তুই একজন, দুজন মেয়ে যে আমাদের প্রফেশন এও এত কাছের বন্ধু হতে পারে তার দৃষ্টান্ত আমরাই, যাইহোক, আমি সত্যি আজ খুব নিশ্চিন্ত বোধ করছি যে আজ তুই একজন ভালোমানুষের সাথে আগামী সাতজন্মের জন্য থাকতে চলেছিস😘 অনেক অনেক ভালোবাসা , এই দিনটা তোদের জীবনে চিরজীবন এই ভাবেই যানো আসে"
advertisement
8/10
সৌম্য-সন্দীপ্তার প্রেম যে বিয়েতে গড়াবে সে বিষয় খুবই নিশ্চিত ছিলেন ত্বরিতা৷ সে কথা জানিয়েছেন সন্দীপ্তা নিজেই৷
advertisement
9/10
সকাল থেকে আকাশের মুখ ভার৷ তবে সেনবাড়িতে কাজে ব্যস্ততা রয়েছে মারাত্বক৷ মেয়ের বিয়ে বলে কথা৷ সেখানে রয়েছেন ত্বরিতাও৷ সকাল সকাল সন্দীপ্তার শাঁখা-পলা পরা ছবি পোস্ট করলেন তিনি৷ বিয়ের সকালে অধিবাসের পরই হাতে শাঁখা-পলা পরেন বিয়ের পাত্রী৷ সন্দীপ্তার ক্ষেত্রেও অন্যতা হল না৷
advertisement
10/10
অর্থাৎ বোঝা যাচ্ছে যে একেবারে বাঙালি বিয়ের সব নিয়ম মেনেই হবে অনুষ্ঠান৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sandipta Sen-Soumya Mukherjee Wedding: সন্দীপ্তার হাতে শাঁখা-পলা পরতেই বদলে গেল লুক! পরিচিত অভিনেত্রী এখন পাক্কা গৃহিণী, রইল ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল