Sandipta Sen Wedding: গায়ে লাগল হলুদ, উড়ল গোলাপের পাপড়ি, সাতপাকের আগে সন্দীপ্তার বিয়ের অন্দরমহলের ছবি ফাঁস
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sandipta Sen Wedding: হলুদ শাড়ি পরেছিলেন সন্দীপ্তা। সৌম্যর পরনে হলুদ পাঞ্জাবী। গায়ে হলুদ দেওয়ার সময়ে দু’জনকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। দুই বাড়িতেই রীতি মেনে অনুষ্ঠান পালন করা হয়।
advertisement
1/8

টলি অভিনেত্রীর গায়ে হলুদের ছবি পাওয়া গেল বিয়ের কয়েক ঘণ্টা আগে। আজ, ৭ ডিসেম্বর, কয়েক ঘণ্টা বাদে চার হাত এক হবে তারকা যুগলের। সৌম্য মুখোপাধ্যায় এবং সন্দীপ্তা সেন।
advertisement
2/8
বাংলার ওটিটি প্ল্যটফর্মের চিফ অপারেটিং অফিসার এবং টলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ে নিয়ে আজ সরগরম কলকাতা শহর। বিয়ের আসর বসছে পিসি চন্দ্র গার্ডেনসে।
advertisement
3/8
আগেই হয়েছে বাগদান এবং রিং সেরিমনি৷ আংটি বদল হয়েছে তাঁদের৷ একেবার স্বপ্নের মতো ছিল সেই অনুষ্ঠান৷ সেই দিনের অনেক ছবি ও ভিডিও সামনে এসেছে৷
advertisement
4/8
এবার অপেক্ষা গাঁটছড়ার। এবং নবদম্পতি রূপে কখন তিনি ছবি শেয়ার করবেন, তার অপেক্ষায় রয়েছেন সন্দীপ্তার ভক্তরা। তবে ইতিমধ্যে তাঁর বন্ধুদের প্রোফাইলে মিলেছে প্রাক বিবাহ অনুষ্ঠানের ছবিগুলি।
advertisement
5/8
বিয়ের আগের রাতে মা-বাবা আইবুড়ো ভাত খাইয়েছেন মেয়েকে। রকমারি খাবার দিয়ে সাজানো হয়েছিল থালা। আজ আবার সকাল থেকে হইহই শুরু।
advertisement
6/8
হলুদ শাড়ি পরেছিলেন সন্দীপ্তা। সৌম্যর পরনে হলুদ পাঞ্জাবী। গায়ে হলুদ দেওয়ার সময়ে দু’জনকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। দুই বাড়িতেই রীতি মেনে অনুষ্ঠান পালন করা হয়।
advertisement
7/8
গায়ে হলুদ মাখানোর সময়ে সন্দীপ্তার গায়ে ছিল লাল গামছা। সৌম্যকেও গায়ে হলুদের সময়ে লাল গামছা জড়িয়ে দেওয়া হয়েছে। শেষপর্বে গোলাপের লাল পাপড়ি উড়িয়ে রোমান্টিক করে তোলা হল অনুষ্ঠানটিকে।
advertisement
8/8
প্রয়োজনীয় ফোটো সেশনও হয়েছে গায়ে হলুদের আসরে। এবার শুরু হল বিয়ের অনুষ্ঠানের পর্ব। সন্ধ্যায় বিয়ের আসরে উপস্থিত হবে বর-কনে। আর কয়েক ঘণ্টার মধ্যেই সিঁথিতে সিঁদুর পরবেন সন্দীপ্তা।