Sandipta Sen Wedding: সৌম্যর গলায় মালা দিয়ে জড়িয়ে ধরলেন সন্দীপ্তা, নববধূর প্রথম ছবি প্রকাশ্যে, দেখুন বিয়ের অ্যালবাম
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
sandipta Sen Wedding: দুধে আলতা বেনারসিতে সেজে উঠেছেন সন্দীপ্তা। তার সঙ্গে মানানসই সোনার গয়না। কপালে চন্দনের সাজ। হালকা মেকআপ। মুখে উজ্জ্বল হাসি।
advertisement
1/5

অপেক্ষার অবসান। সন্দীপ্তা সেনের জীবনে নতুন অধ্যায় শুরু। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সারলেন নায়িকা। বৃহস্পতিবার সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনস থেকে এল সন্দীপ্তা-সোম্যর গাঁটছড়া বাঁধার প্রথম ছবি।
advertisement
2/5
দুধে আলতা বেনারসিতে সেজে উঠেছেন সন্দীপ্তা। তার সঙ্গে মানানসই সোনার গয়না। কপালে চন্দনের সাজ। হালকা মেকআপ। মুখে উজ্জ্বল হাসি। সব মিলিয়ে নববধূর থেকে চোখ ফেরানো দায়।
advertisement
3/5
পিছিয়ে নেই বরও। হালকা গোলাপি শেরওয়ানি এবং সাদা ধুতিতে তাক লাগাচ্ছেন সৌম্য। মাথায় টোপর, গলায় বরমালা। স্ত্রীকে পাশে পেয়ে উচ্ছ্বসিত বাংলার ওটিটি প্ল্যটফর্মের চিফ অপারেটিং অফিসারপ্ল্যটফর্মের
advertisement
4/5
মহিলা পুরোহিতদের তত্ত্বাবধানে বৈদিক মতে বিয়ে সারলেন সন্দীপ্তা-সৌম্য। তাঁদের বিশেষ মুহূর্তের সাক্ষী রইলের কাছের মানুষরা।
advertisement
5/5
আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ, সব ধরনের নিয়ম মেনেই বিয়ের মণ্ডপে পৌঁছেছেন অভিনেত্রী। সৌম্যর সঙ্গে নতুন সংসার তৈরির পালা।