Indian Idol-র মঞ্চে বাংলার জয়জয়কার, মনে জিতে নিলেন ৩ বাঙালি মেয়ে
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Indian Idol : ইন্ডিয়ান আইডলের ১৩ নম্বর সিজন দেখবার জন্য বাঙালির অন্যতম বড় কারণ হল বাংলার তিন মেয়ে সঞ্চারী সেনগুপ্ত, অনুষ্কা পাত্র এবং দেবস্মিতা রায়...
advertisement
1/4

#মুম্বই: শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডলের ১৩ নম্বর সিজন। আর এই সিজন দেখবার জন্য বাঙালির অন্যতম বড় কারণ হল বাংলার তিন মেয়ের অপূর্ব গান। সঞ্চারী সেনগুপ্ত, অনুষ্কা পাত্র এবং দেবস্মিতা রায়। ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলার এই তিন মেয়ের জয়জয়কার শুধু ওঁদেরই নয়, গর্বিত করবে আপনাকেও। কেউ তাঁর গলার পিচ বদলে নজর কেড়েছে বিচারকদের, আবার কারুর গানে বিচারকের চোখে জল। তবে বাংলার এই তিন মেয়ে কিন্তু ভারতের সঙ্গীতের মঞ্চে বেশ আশা দেখাচ্ছে...
advertisement
2/4
নিজের হাই পিচ ভয়েস দিয়ে ইন্ডিয়ান আইডলের বিচারকদের মন্ত্রমুগ্ধ করলেন সঞ্চারী। ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন তিনি। গায়িকা হিসাবে নিজের দক্ষতা প্রমাণে এক ইঞ্চিও জমি ছাড়লেন না। এদিন ওপেরা স্টাইলের গানে বাজিমাত করলেন গায়িকা। তাঁর হাই পিচড ভয়েস শুনে হাঁ নেহা কক্কর থেকে হিমেশ রেশমিয়া। স্টার জলসার ‘সুপার সিঙ্গার’-এর তাজ উঠেছিল সঞ্চারীর মাথায়। এবার জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির এই বাঙালি কন্যে।
advertisement
3/4
দেবস্মিতার মেলোডিয়াস গানে ইন্ডিয়ান আইডলের মঞ্চে যেন স্থান পেল এক অদ্ভুত মুগ্ধতা। গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেলেন দর্শক। গান যখন অন্তরায়, হিমেশের চোখে জল... এ যেন এক রূপকথার গল্প।
advertisement
4/4
অনুষ্কার পাত্র। মিষ্টি মেয়েটির গলায় যে এমন সাহসী ভয়েস থাকতে পারে ঘুণাক্ষরেও টের পাননি বিচারকেরা। গলা শুনেই হতবাক তাঁরা। গানটি সারা মঞ্চ জুড়ে নিরবতা এনে দিয়েছিল... অবাক বিচারকরা, অবাক দর্শকও।