'আমি বোরখা পরতেও বলিনি, কাজ ছাড়তেও বলিনি,' জানালেন সানা খানের স্বামী !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি। আমি ভাগ্যবান যে সানাকে পেয়েছি।
advertisement
1/5

সানা খান। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মডেল তিনি। সম্প্রতি তিনি বিয়ে করেছেন মুফ্তি আনস সায়েদকে। বিয়ের পর এই অভিনেত্রী অভিনয় ছেড়েছেন। নিজে বোরখা পরে ঘুরছেন। নায়িকার এই সিদ্ধান্তে আশাহত হয়েছেন তঁঅর ভক্তরা।
advertisement
2/5
সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকেই সমালোচনা করেছেন নায়িকার। এমনকি তাঁর স্বামীকে নিয়েও চর্চা করা হয়। বলা হয়, দু'জনকে একদম মানাচ্ছে না। সানার এই সিদ্ধান্ত একেবারে ভুল। তিনি কোনও চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও প্রশ্ন করা হয় নায়িকাকে।
advertisement
3/5
কিন্তু সানা স্পষ্ট জানিয়েছিলেন, কোনও চাপ নয়, তিনি বিয়ের আগেই কাজ ছাড়বেন জানিয়েছিলেন। এবং বোরখা পরা তাঁর একদম নিজের সিদ্ধান্ত। তবে এ ব্যাপারে এতদিন মুখ না খুললেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানার স্বামী পুরো বিষয়টি ব্যাখ্যা করেন।
advertisement
4/5
তিনি বলেছেন, 'যারা বলছেন সানা ও আমাকে মানাচ্ছে না, তাঁরা একদম ভুল। আমরা দুনিয়ার সেরা জুটি। আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি। আমি ভাগ্যবান যে সানাকে পেয়েছি। ওর সঙ্গে ছাড়া আমি ভালো থাকতাম না।
advertisement
5/5
তিনি আরও বলেন, 'আমি সানাকে কাজ ছাড়তে বলিনি। এটা ওর সিদ্ধান্ত। এমনকি বোরখা পরতেও বলিনি। সেটা ও নিজের ইচ্ছাতেই পরছে।