advertisement
1/14

সম্পূর্ণা লাহিড়ী বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় নাম ৷ বেশ কয়েক বছর পরে ফের বাংলা টেলিভিশনে দেখা যাচ্ছে সম্পূর্ণা লাহিড়ীকে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
2/14
বাংলা টেলিভিশনের একাধিক ফিকশন ও নন ফিকশনে অভিনয় করেছেন সম্পূর্ণা ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
3/14
একদিকে তারে আমি চোখে দেখিনি মত ধারাবাহিকে তো অন্যদিকে রোজগেরে গিন্নির হবুগিন্নি, চ্যলেঞ্জ-সহ একাধিক নন ফিকশনে দেখা গিয়েছে তাঁকে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
4/14
প্রায় ১০ বছর পরে বাংলা টেলিভিশনে ফিরে এসেছেন সম্পূর্ণা লাহিড়ী ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
5/14
ডাইনি রূপে ফিরে এসেছেন নতুন ধারাবাহিক নজরে প্রতিদিন রাত ১০.৩০ টায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
6/14
সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন ৷ তাঁর জীবনের নিয়ম কানুন হল জেগে ওঠা, শরীর চর্চা করা, নিজেকে আকর্ষণীয় করে তোলা ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
7/14
চোখ যখন মনের কথা বলে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
8/14
তখনই সৌন্দর্য কথা বলে, যখন নিজেই নিজের সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
9/14
তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মন সুন্দর হলেই আসল সৌন্দর্য ফুটে ওঠে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
10/14
এমন জীবনের নির্মাণ করা উচিৎ যেখানে যা অন্তর থেকে সুন্দর হয় ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
11/14
আত্মা হেসে ওঠে, মন থাকে খুশি খুশি, সেই হাসির বহিঃপ্রকাশ একটি সুখী মুখমন্ডলকে প্রকাশ করে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
12/14
জীবনে সব সময় তাড়াহুড়ো করা উচিৎ নয় ৷ কিছু কিছু সময়ে ধীর স্থির হয়ে বসে জিরিয়ে নেওয়া উচিৎ ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
13/14
আপাতত তাঁর নতুন ধারাবাহিক নজর নিয়ে রীতিমত তিনি ব্যস্ত সঙ্গে আরও অনেক কর্মকাণ্ড রয়েছে তো বটেই ৷
advertisement
14/14
তিনি বাংলা টেলিভিশনে ফিরে আসার পরে প্রথম ধারাবাহিক নজর দেখতে দর্শকদের অনুরোধ করেছেন ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷