TRENDING:

মাধুরী দীক্ষিতের পর এবার সলমন খান, বিদেশে শোয়ের তীব্র সমালোচনা! একের পর এক অভিযোগ

Last Updated:
ব্যাটল অফ গালওয়ান ২০২০ সালের ভারতীয় ও চিনা সৈন্যদের সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে।
advertisement
1/5
মাধুরী দীক্ষিতের পর এবার সলমন খান, বিদেশে শোয়ের তীব্র সমালোচনা! একের পর এক অভিযোগ
সম্প্রতি মাধুরী দীক্ষিতের এক বিদেশ সফর ঘিরে তীব্র সমালোচনা হয়েছে। নায়িকার দেরি করে আসা, পারফরম্যান্স সব কিছুই পড়েছে প্রশ্নের মুখে। এবার ঠিক সেই সমালোচনার মুখে পড়েছেন সলমন খান।
advertisement
2/5
তমন্না ভাটিয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, মণীশ পল, সুনীল গ্রোভার এবং অন্যদের সঙ্গে সলমন খান বর্তমানে দোহায় দা-বাং: দ্য ট্যুর রিলোডেড নিয়ে ব্যস্ত রয়েছেন। সলমন খান তাঁর জনপ্রিয় ট্র্যাকগুলিতে পারফর্ম করে মজাও পেয়েছেন। কিন্তু তমন্না ভাটিয়ার সঙ্গে তাঁর একটি পারফরম্যান্স এখন ট্রোলের মুখে পড়েছে। নায়ক তমন্নার সঙ্গে দিল দিয়া গল্লাঁ গানে পারফর্ম করেছিলেন এবং সেই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, নেটিজেনরা এটিকে 'ক্রিঞ্জ প্রো ম্যাক্স' বলে অভিহিত করছেন।
advertisement
3/5
একজন মন্তব্য করেছেন, 'তমন্নাই বা এটা কেন করছেন? এই অপমানজনক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কি এত টাকা খরচ হয়? আর অভিনেতারা কেন এমন বয়সে ট্যুরে যান যখন তাঁরা খুব একটা নাচতে পারেন না এবং গানও গাইতে পারেন না?'  ২০১৭ সালে শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী এই সফরটি ব্যাপক সাফল্য পেয়েছে, লন্ডন, দুবাই এবং সিডনির মতো শহরগুলিতে ভক্তদের মনোরঞ্জন করেছে। রিলোডেড ভার্সন জেদ্দা এবং দুবাইতে সাড়া ফেলেছে, সম্প্রতি দোহার দর্শকদেরও মুগ্ধ করেছে।
advertisement
4/5
সলমন খানকে এর পরে অপূর্ব লাখিয়ার ব্যাটল অফ গালওয়ান ছবিতে দেখা যাবে। অভিনেতা ছবিটির লাদাখ শিডিউল শেষ করেছেন এবং এখন মুম্বই শিডিউলের কাজ শুরু করেছেন। বলিউড বাবলের এক প্রতিবেদন অনুসারে ছবিটির মুম্বই শিডিউল ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে। সলমন খান ১২ অক্টোবর ২০২৫ থেকে মুম্বইতে ছবিটির শ্যুটিং শুরু করেছেন।
advertisement
5/5
ব্যাটল অফ গালওয়ান ২০২০ সালের ভারতীয় ও চিনা সৈন্যদের সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। সিনেমাটিতে পাহাড়ি উপত্যকায় ১,২০০ চিনা সৈন্যের বিরুদ্ধে ২০০ জন ভারতীয় সৈন্যের মুখোমুখি হওয়ার সাহসিকতা দেখানো হবে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
মাধুরী দীক্ষিতের পর এবার সলমন খান, বিদেশে শোয়ের তীব্র সমালোচনা! একের পর এক অভিযোগ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল