করোনা আবহকে নো পাত্তা, বিগবসের জন্য মোটা টাকা হাঁকিয়ে ‘সুপারহিট’ সল্লু ভাই !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
সলমন খান ৷ ফার্ম হাউজ, বিয়িং হিউম্যান নিয়ে দিব্য আছেন ৷ বিতর্কে আসছেন, যাচ্ছেন ৷ তবুও তাঁর দাবাং অ্যাটিটিউডে সবাইকে পিছনে ফেলেছেন৷
advertisement
1/4

সলমন খান ৷ ফার্ম হাউজ, বিয়িং হিউম্যান নিয়ে দিব্য আছেন ৷ বিতর্কে আসছেন, যাচ্ছেন ৷ তবুও তাঁর দাবাং অ্যাটিটিউডে সবাইকে পিছনে ফেলেছেন৷
advertisement
2/4
এ বছরই মুক্তি পাওয়ার কথা ছিল সলমনের ‘রাধে’ ছবি৷ তবে করোনার কারণে তা পিছিয়ে গিয়েছে বহুদিন আগে ৷ কবে এই রাধে পাবে মুক্তি তা নিয়ে স্পষ্ট নয়, সলমনের টিম ৷
advertisement
3/4
তবে ছবি মুক্তি নিয়ে একদমই ভাবছেন না সলমন৷ বরং তাঁর হাতে এখন টাকার খনি বিগ বস ১৪ ৷ হ্যাঁ, এবারের বিগবসের জন্য মোটা টাকা হাঁকিয়েছেন সলমন খান ৷
advertisement
4/4
প্রথমে শোনা গিয়েছিল, করোনার কারণে নাকি এবারের বিগবসের পারিশ্রমিক কমাচ্ছেন সলমন৷ তবে নতুন খবর অনুযায়ী, খুব একটা সমঝোতায় যাননি তিনি ৷ বরং প্রত্যেক এপিসোডের জন্য ২০ কোটিতে থেমেছেন তিনি ৷ বিগবসের গোটা সিজনের জন্য নাকি মোট ৪৮০ কোটি টাকায় রফাদফা করেছেন সলমন খান ৷