TRENDING:

'সন্তানের বাবা হতে চাই' কাকে বললেন সলমন খান? নিজের অতীতের সম্পর্ক নিয়েও অকপট হয়ে কী বললেন তিনি!

Last Updated:
শুধু অভিনয় নয় ব্যক্তিগত জীবনেও বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন সলমন খান ও আমির খান। সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুই খানের এই জুটি। অনুষ্ঠানে এসে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেন দু’জন।
advertisement
1/5
'সন্তানের বাবা হতে চাই' কাকে  বললেন সলমন খান?
শুধু অভিনয় নয় ব্যক্তিগত জীবনেও বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন সলমন খান ও আমির খান। সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুই খানের এই জুটি। অনুষ্ঠানে এসে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেন দু’জন।
advertisement
2/5
সেখানেই আমির জানান, প্রথম দিকে তিনি কিছুটা বাঁকা চোখেই দেখতেন সলমনকে। তাঁদের কাছে আনে ‘আন্দাজ় অপনা অপনা’ ছবি। সেই ছবির সময় থেকে বন্ধুত্ব হতে শুরু করে দু'জনের। আমির জানান, তাঁর যখন রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, সেই সময় সলমনের সঙ্গে বন্ধুত্ব আরও বেশি গাঢ় হতে শুরু করে।
advertisement
3/5
নিজের অতীতের সম্পর্ক নিয়েও অকপট ছিলেন সলমন। তিনি বলেন, “সম্পর্কে যখন একজন সঙ্গী আর একজনের চেয়ে বেশি এগিয়ে গেলেই, সমস্যার শুরু হয়। সেখান থেকেই জায়গা নিতে শুরু করে নিরাপত্তাহীনতা। তাই দু’জনের একসঙ্গে উন্নতি করা খুব জরুরি।”
advertisement
4/5
নিজের অতীতের সম্পর্ক নিয়ে সলমন আমিরকে কিছুটা হালকা চালেই উত্তর দেন, “আরে ভাই, সম্পর্ক জমেনি! আর কী করা যাবে! কাউকে যদি দোষ দিতেই হয়, তা হলে আমাকে দোষ দেওয়াই ভাল।”
advertisement
5/5
প্রসঙ্গত, নিজের জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু স্থায়ী হয়নি কোনওটাই। বিয়েও করেননি, বলিউডের চুলবুল সলমন খান। কিন্তু বাবা হওয়ার স্বপ্ন দেখেন তিনি। এই প্রসঙ্গে সলমন বলেন, “একদিন আমার অনেকগুলো সন্তান থাকবে। খুব শীঘ্রই! দেখা যাক।”
বাংলা খবর/ছবি/বিনোদন/
'সন্তানের বাবা হতে চাই' কাকে বললেন সলমন খান? নিজের অতীতের সম্পর্ক নিয়েও অকপট হয়ে কী বললেন তিনি!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল