Salman Khan security: ঘেঁষতে পারবে না গুলি, বাবা সিদ্দিকির মৃত্যুর পরে ২ কোটি খরচ করে বিরাট সিদ্ধান্ত সলমন খানের!
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Salman Khan bulletproof car: সলমন খানকে বাঁচাতে ইতিমধ্যেই তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু তা-ও নিশ্ছিদ্র করতে এবার আরও বড় পদক্ষেপ নিলেন সলমন খান।
advertisement
1/6

বাবা সিদ্দিকির খুনের পরে আতঙ্কে আছেন সলমন খান। ১২ অক্টোবর মুম্বইয়ের নীলমনগরে জিসান সিদ্দিকির অফিসের সামনে তিন আততায়ীর গুলিতে খুন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী।
advertisement
2/6
সংবাদ সংস্থা এএনআইতে প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপে সলমন খানকে হুমকি দিয়ে বার্তা এসেছে, “হালকাভাবে নেবেন না, যদি সলমন খান বেঁচে থাকতে চান এবং ল-রে-ন্স বি-ষ্ণোইয়ৈর সঙ্গে শত্রুতা শেষ করতে চান তাহলে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ পরিণতি হবে সলমনের”। প্রতীকী ছবি।
advertisement
3/6
সলমন খানকে বাঁচাতে ইতিমধ্যেই তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু তা-ও নিশ্ছিদ্র করতে এবার আরও বড় পদক্ষেপ নিলেন সলমন খান। প্রতীকী ছবি।
advertisement
4/6
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত খবর অনুযায়ী, দুবাই থেকে বুলেটপ্রুফ গাড়ি আনাচ্ছেন বলিউডের সুপারস্টার। এতে খরচ হচ্ছে মোট ২ কোটি টাকা। ভারতে চট করে নিসানের এই গাড়ি পাওযা যায় না, তাই দুবাই থেকে গাড়ি আনাতে হচ্ছে সলমন খানকে। প্রতীকী ছবি।
advertisement
5/6
গত বছর, ল-রে-ন্স বি-ষ্ণোই গ্যা-ংয়ের তরফ থেকে সলমনের বাবা সেলিম খান প্রথম বার হুমকি পাওয়ার পরে বলি সুপারস্টার একটি বুলেটপ্রুফ গাড়ি অর্ডার করেছিলেন। প্রতীকী ছবি।
advertisement
6/6
বাবা সিদ্দিকির মৃত্যুর পরে শুক্রবার বিগ বস ১৮-র সেটে এসেছিলেন সলমন খান। এবার নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বিদেশ থেকে গাড়ি আনাচ্ছেন সলমন খান।