Shah Rukh Khan-Salman Khan: 'আমরা জয়-বীরুর মতোই'! বন্ধু শাহরুখকে নিয়ে আপ্লুত সলমন, যা বললেন...
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan-Salman Khan: শাহরুখ খান এবং সলমন খান। বলিউডের দুই স্তম্ভ। পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তাঁদের বন্ধুত্ব দেখার মতো। পর্দায় তো বটেই, ব্যক্তি জীবনেও একে অপরের পাশে থেকেছেন তাঁরা।
advertisement
1/6

শাহরুখ খান এবং সলমন খান। বলিউডের দুই স্তম্ভ। পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তাঁদের বন্ধুত্ব দেখার মতো। পর্দায় তো বটেই, ব্যক্তি জীবনেও একে অপরের পাশে থেকেছেন তাঁরা।
advertisement
2/6
শাহরুখের 'পাঠান'-এর এক দৃশ্যে 'টাইগার' হয়ে উপস্থিত হয়েছিলেন সলমন। আবার সলমনের 'টাইগার ৩' পাঠান রূপী শাহরুখের আবির্ভাব।
advertisement
3/6
পর্দায় দুই তারকাকে একসঙ্গে দেখে উল্লাসে ফেটে পড়ে দর্শক। নস্টালজিয়া উস্কে দেয় তাঁদের রসায়ন।
advertisement
4/6
সম্প্রতি শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন সলমন। তাঁর কথায়, "ওর সঙ্গে থাকলে মনেই হয় না শ্যুট বা কাজ করছি। আমরা একসঙ্গে থাকতে পছন্দ করি। কাজের পর সময় কাটাই। ও ওর বাড়ি চলে যায়। আমি আমার বাড়ি চলে যাই। পর দিন এসে আবার কাজ করি।"
advertisement
5/6
সলমন আরও বলেন, "টাইগার এবং পাঠান-এ আমরা শুধু অতিথি শিল্পী হিসাবে ছিলাম। তাতেই দর্শকের উপর বিশাল প্রভাব পড়েছে। তারা আমাদের জয়-বীরুর সঙ্গে তুলনা করেছে। শাহরুখ হল জয়, আমি বীরু।"সলমন আরও বলেন, "টাইগার এবং পাঠান-এ আমরা শুধু অতিথি শিল্পী হিসাবে ছিলাম। তাতেই দর্শকের উপর বিশাল প্রভাব পড়েছে। তারা আমাদের জয়-বীরুর সঙ্গে তুলনা করেছে। শাহরুখ হল জয়, আমি বীরু।"
advertisement
6/6
শোলে ছবিতে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র অভিনীত জয়-বীরুর বন্ধুত্বের কথা কারও অজানা নয়। শাহরুখ এবং সলমনও হাঁটছেন সেই পথেই।