Salman Khan-Sangeeta Bijlani: কার্ড ছাপানো হয়ে গিয়েছিল! সলমনের চরম বিশ্বাসঘাতকার জন্য বিয়ে ভাঙেন সঙ্গীতা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Salman Khan-Sangeeta Bijlani: জানেন কি, একবার প্রায় ছাদনাতলায় পৌঁছে গিয়েছিলেন সলমন? তবে শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি।
advertisement
1/7

তিনি বিয়ে কবে করবেন? এই প্রশ্নে হামেশাই জেরবার হন সলমন খান। অভিনেতার জীবনে প্রেম এসেছে, প্রেম ভেঙেছে বারবার। কিন্তু জানেন কি, একবার প্রায় ছাদনাতলায় পৌঁছে গিয়েছিলেন অভিনেতা? তবে শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি।
advertisement
2/7
প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানির প্রেমে পড়েছিলেন সলমন। সম্পর্কে জড়ানোর পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল।
advertisement
3/7
২৭ মে, ১৯৯৪। সেই দিনই বিয়ে করার কথা ছিল সলমন এবং সঙ্গীতার। কিন্তু তার আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাঁদের সম্পর্ক। কী এমন ঘটেছিল?
advertisement
4/7
সলমন এবং সঙ্গীতার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। শোনা যায়, সঙ্গীতার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অভিনেত্রী সোমি আলির ঘনিষ্ঠ হয়ে পড়েন সলমন।
advertisement
5/7
সলমনের বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে যান সঙ্গীতা। এত বড় ধাক্কা সামলে উঠতে পারেননি তিনি। বিয়ের ঠিক এক মাস আগে সলমনের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন সঙ্গীতা।
advertisement
6/7
এর পর প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজারুদ্দিনের সঙ্গে সম্পর্কে জড়ান সঙ্গীতা। পরবর্তীতে তাঁকেই বিয়ে করেন অভিনেত্রী। ২০২০ সালে তাঁদের ১৪ বছরের দাম্পত্য ভাঙে।
advertisement
7/7
সলমনের জীবনে এর পরেও প্রেম এসেছে। তবে এখনও বিয়ে করেননি তিনি। নিজের শর্তে জীবন কাটাচ্ছেন অভিনেতা।