Salman Khan: সলমনের জীবনে বিরাট দুঃসংবাদ! প্রিয়জনকে হারালেন ভাইজান, সঙ্গীর বিয়োগে শোকে কাতর বলি অভিনেতা
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Salman Khan: টোরোর কিছু আদুরে ছবি-ভিডিও এবং তার সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবি-ভিডিও দিয়ে একটি রিলও বানিয়েছেন ইউলিয়া।
advertisement
1/8

বি-টাউনে একের পর এক দুঃসংবাদ। বলিউড সুপারস্টার সলমন খানের আদরের পোষ্য টোরোর মৃত্যু হয়েছে। এই দুঃসংবাদ ভাগ করে নিয়েছেন অভিনেতার বহুলচর্চিত প্রেমিকা ইউলিয়া ভান্তুর। ইনস্টাগ্রামে তোরোকে নিয়ে একটি আবেগঘন পোস্টও লিখেছেন তিনি।
advertisement
2/8
গত ১৫ জানুয়ারি অর্থাৎ বুধবার মৃত্যু হয়েছে টোরোর। ইউলিয়া ইনস্টাগ্রামে লিখেছেন যে, “আদরের টোরো, আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি সব সময় আমাদের সঙ্গে থাকবে।” এর সঙ্গে একটি হার্ট ইমোজিও দিয়েছেন ইউলিয়া। আর হ্যাশট্যাগে লিখেছেন আরআইপি, টোরো।
advertisement
3/8
টোরোর কিছু আদুরে ছবি-ভিডিও এবং তার সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবি-ভিডিও দিয়ে একটি রিলও বানিয়েছেন ইউলিয়া। জিম, বিগ বস সেট, সলমন খানের খামারবাড়ি এবং ইউলিয়ার মুম্বই বাসভবনে টোরোর নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছিল। আর সেসবই ধরা পড়েছে ইউলিয়ার রিলটিতে।
advertisement
4/8
এমনিতে কুকুরদের প্রতি সলমনের অগাধ প্রেম। এমনকী হামেশাই নিজের খামারবাড়িতে পোষ্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। ২০১৯ সালে সলমন টোরোর সঙ্গে একটি আদুরে ছবি ভাগ করে নিয়েছিলেন। লিখেছিলেন, “সবথেকে আদুরে, বিশ্বস্ত এবং নিঃস্বার্থ প্রজাতির সঙ্গে সময় কাটাচ্ছি।”
advertisement
5/8
বর্তমানে সলমন খান আপাতত ‘সিকন্দর’ ছবির শ্যুটিংয়ের জন্য ব্যস্ত রয়েছে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। এই ছবি পরিচালনা করছেন এআর মুরুগাডস এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
advertisement
6/8
সলমন-রশ্মিকার পাশাপাশি ‘সিকন্দর’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শরমন জোশি এবং প্রতীক বব্বরকে। চলতি বছর ঈদের দিন মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
advertisement
7/8
সলমন-রশ্মিকার সিকন্দর সম্প্রতি আইএমডিবি-তে চলতি বছরের সবথেকে প্রতীক্ষিত ছবির তালিকায় শীর্ষ স্থান লাভ করেছে। এই প্রসঙ্গে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে পরিচালক ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে বলেন যে, “২০২৫ সালের মোস্ট অ্যান্টিসিপেটেড ইন্ডিয়ান মুভিজ-এর তালিকার শীর্ষে জায়গা পেয়েছে সিকন্দর। এটা দেখে আমি সত্যিই আপ্লুত। আর সলমন খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই অতুলনীয়। ‘সিকন্দর’-কে জীবন্ত করে তোলার জন্য ওঁর এনার্জি, ডেডিকেশন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়!”
advertisement
8/8
এছাড়াও জোর জল্পনা শাহরুখ খানের সঙ্গে ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে দেখা যেতে পারে সলমন খানকে। শোনা যাচ্ছে, দুই অভিনেতাই চিত্রনাট্য শুনেছেন এবং তাঁরা সম্মতিও দিয়েছেন। এদিকে আবার পরিচালক রোহিত শেঠির কপ-ইউনিভার্সে ‘দবঙ্গ’-এর চুলবুল পাণ্ডে রূপে প্রবেশ করছেন সলমন। সেখানে আবার ‘সিংহম’ হিসেবে থাকছেন অজয় দেবগনও। আসলে ‘সিংহম এগেইন’ ছবিতে সলমনের ক্যামিও থেকেই এই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে।