Guess The Actors: যাকে ভাবতেন ভাইঝির মতো, তাঁর সঙ্গেই পর্দায় রোম্যান্স করেন সুপারস্টার! বক্স অফিসে ঝড় তোলে ছবি, নায়ক-নায়িকা কারা চিনতে পারছেন?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Guess The Actors: তবে বয়সে ছোট একজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে প্রথমে আপত্তি করেছিলেন নায়ক। কারণ নায়িকা তাঁর ভাইঝির মতো।
advertisement
1/12

হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে পর্দায় রোম‍্যান্স করছেন নায়করা। বলিউডে এ ছবি খুবই চেনা। শাহরুখ খান, আমির খান থেকে শুরু করে রণবীর সিং, বলিউডের প্রথম সারীর বেশিরভাগ অভিনেতাকেই পর্দায় দেখা গিয়েছে বয়সে অনেক ছোট অভিনেত্রীদের সঙ্গে। বলিউডের সুপারস্টার সলমন খানকেও বহুবার বয়সে ছোট নায়িকাদের সঙ্গে পর্দায় রোম‍্যান্স করতে দেখা গিয়েছে।
advertisement
2/12
২০১৯ সালে মুক্তি পায় সলমনের দাবাং ৩। এ ছবিতে সলমনের বিপরীতে দেখা গিয়েছিল সাই মঞ্জরেকরকে। দু'জনের বয়সের ফারাক প্রায় ৩৬ বছর। এ বছরই মুক্তি পেয়েছিল সলমন খান এবং দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা অভিনীত ‘সিকন্দর’।
advertisement
3/12
সলমনের সঙ্গে রশ্মিকার বয়সের পার্থক‍্য প্রায় ৩১ বছর। দক্ষিণের আরও এক অভিনেত্রী পুজা হেগড়ের সঙ্গেও পর্দায় দেখা গিয়েছে সলমনকে। বয়সে এত ছোট অভিনেত্রীদের সঙ্গে পর্দায় নায়কদের রসায়ণ ঘিরে বিতর্কও হয়েছে বিস্তর।
advertisement
4/12
তবে বয়সে ছোট একজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে প্রথমে আপত্তি করেছিলেন বলিউডের ভাইজান। কারণ নায়িকা তাঁর ভাইঝির মতো। নায়িকার বাবা সলমনের বহুদিনের বন্ধু। প্রথমে বেশ দ্বিধাগ্রস্থই ছিলেন সলমন। কিন্তু শেষমেশ রাজি হয়ে যান। নায়িকা নিজেই খোলসা করেছেন সেই ঘটনা।
advertisement
5/12
সুরজ বরজাতিয়ার রোম‍্যান্টিক ছবি ‘প্রেম রতন ধন পায়ো’-তে সলমনের সঙ্গে দেখা গিয়েছিল সোনম কাপুরকে। সোনম কাপুর একটি সাক্ষাৎকারে জানালেন সলমন শুরুতে রাজি ছিলেন না সোনমের সঙ্গে অভিনয়ে।
advertisement
6/12
কারণ সোনমের বাবা অনিল কাপুর এবং সলমন খুবই ভাল বন্ধু। ‘নো এন্ট্রি’, ‘বিবি নম্বর ওয়ান’-এর মতো বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন অনিল এবং সলমন। বন্ধুর মেয়ে তাঁর কাছে কন‍্যাসম ‘ভাইঝি’। সেই সোনমের সঙ্গে পর্দায় করতে হবে রোম‍্যান্স? অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন তিনি।
advertisement
7/12
সোনমের কথায়, ‘‘সলমন খান প্রেম রতন ধন পায়ো তে আমার সঙ্গে কাজ করতে দ্বিধা করছিলেন। উনি আমার বাবার ভাল বন্ধু। বন্ধুর মেয়ের সঙ্গে অনস্ক্রিন রোম‍্যান্স কীভাবে করতে পারি? এটাই ছিল তাঁর (সলমন) কথা’’।
advertisement
8/12
প্রায় ৫ মাস সময় নিয়েছিলেন সলমন রাজি হতে। এক পুরনো সাক্ষাত্‍কারে ভাইজান বলেছিলেন, ‘‘শুরুতে আমি সোনমের সঙ্গে কাজ করতে প্রস্তুত ছিলাম না। সুরজ বরজাতিয়া আমাকে কোনওভাবে রাজি করিয়েছিলেন। আসলে, সুরজ বরজাতিয়ার ফিল্মে রোমান্সও অনেকটা আলাদা হয়। আমার জন্য যা সত‍্যিই কঠিন ছিল। সোনম এই রোলের জন্য একদম পারফেক্ট ছিল'।
advertisement
9/12
সলমন দ্বিধায় থাকলেও সোনমের কোনও অসুবিধা ছিল না। সোনম জানান, ‘‘আমার অনস্ক্রিন রোমান্স করতে একটুও অদ্ভুত লাগেনি। বরং বেশ মজাই লেগেছে। উনার সব ছবি দেখেছি। আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক। উনার বাবাকেও আমি খুব শ্রদ্ধা করি, চিনিও।’’
advertisement
10/12
২০১৫ সালে মুক্তি পেয়েছিল সলমন-সোনমের 'প্রেম রতন ধন পায়ো। সে বছরের আয়ের দিক থেকে এই ছবি ছিল দু নম্বরে। রাজশ্রী প্রোডাকশনের সঙ্গে এটি ছিল সলমনের চতুর্থ ছবি। এর আগে 'ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন এবং হাম সাথ সাথ হ্যায়' তে তিনি কাজ করেছেন তিনি।
advertisement
11/12
সুরজ বরজাতিয়া তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি ফিল্মের স্ক্রিপ্ট লিখেছিলাম এবং সলমন খানকে শুনিয়েছিলাম। যদিও আমি অভিনেত্রীর নাম বলিনি। আমার একটি নতুন মুখ দরকার ছিল। ‘রাঞ্জনা’ মুভি দেখার পর আমার মনে হয়েছিল সোনম কাপুর এই রোলের জন্য পারফেক্ট থাকবেন।' পরে তিনি সলমনকে নায়িকার নাম বলতে কী প্রতিক্রিয়া ছিল নায়কের?
advertisement
12/12
সুরজ বলেছিলেন, ‘‘সলমন আমার দিকে তাকিয়ে বলল, ও ভাবার সময় দরকার। এভাবে এক মাস কেটে গেল। বয়সের ফারাক নিয়ে সলমনের খুব চিন্তা ছিল। উনি (সলমন) বলেছিলেন সোনম অনেক লম্বা আর আমার চেয়ে অনেক ছোট। আমি তাকে আমার সামনে বড় হতে দেখেছি, এমন অবস্থায় আমি তার সঙ্গে পর্দায় রোম‍্যান্স কীভাবে করব?’’