TRENDING:

Salman Khan: 'বিগ বস' করেই কোটি কোটি আয়! এই তারকার 'না'-ই আরও ধনী করে সলমনকে

Last Updated:
জানলে অবাক হবেন সঞ্চালক হিসাবে প্রথমে সলমনকে নয়, বরং বলিউডের অন্য এক বড় মাপের তারকার কথা ভেবে ছিলেন নির্মাতারা।
advertisement
1/7
'বিগ বস' করেই কোটি কোটি আয়! এই তারকার 'না'-ই আরও ধনী করে সলমনকে
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্’। আর এই শোয়ের মূল আকর্ষণই হলেন অভিনেতা সলমন খান। বহু বছর ধরে তিনি এই শো সঞ্চালনা করে আসছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন সঞ্চালক হিসাবে প্রথমে সলমনকে নয়, বরং বলিউডের অন্য এক বড় মাপের তারকার কথা ভেবে ছিলেন নির্মাতারা।
advertisement
2/7
২০০৬ সালে শুরু হয় ‘বিগ বস্’-এর। প্রথম সিজ়নে সঞ্চালকের ভূমিকায় ছিলেন না সলমন। তাঁর জায়গায় ছিলেন বলি অভিনেতা আরশাদ ওয়ারসি।
advertisement
3/7
কিন্তু পরের সিজনেই সঞ্চালক পরিবর্তন করা হয়। ফিটনেস ফিক বলি-অভিনেত্রী শিল্পা শেট্টিকেও দেখা গিয়েছিল সঞ্চালকের ভূমিকায়।
advertisement
4/7
জানলে অবাক হবেন বাদ পড়েননি 'বিগ বি'ও। ‘বিগ বস্’-এ সঞ্চালকের আসনে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকেও। গুঞ্জন শোনা যায় অভিনেতার কাজের চাপ প্রচন্ড বেড়ে যাওয়ায় তিনি শোয়ের জন্য আলাদা ভাবে আর সময় বের করতে পারেন না। তাই তাঁকে সরে যেতে হয় শো থেকে।
advertisement
5/7
অমিতাভ ছেড়ে চলে যাওয়ার পরই ‘বিগ বস্’ সঞ্চালকের ভূমিকায় দেখা যায় সলমন খানকে। কিন্তু তিনি নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না। অমিতাভের পর শাহরুখ খানকে এই শো সঞ্চালনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় আসেন সলমন। জানা যায় তখন শাহরুখ ‘রা ওয়ান’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সলমনের আসাতেই ঘটে যায় ম্যাজিক। একলাফে অনেকটা বেড়ে যায় শোয়ের টিআরপি।
advertisement
6/7
শাহরুখ কেন নির্মাতাদের প্রস্তাবে রাজি হননি তা পরে অবশ্য পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন স্বয়ং সলমন। তিনি বলেন, ‘‘শাহরুখ অন্য কাজে ব্যস্ত ছিলেন। তাছাড়াও সেই সময় কাঁধে চোট পেয়েছিলেন, তাই তিনি রাজি হননি। আগে শাহরুখকেই প্রস্তাব দেওয়া হয়েছিল স়ঞ্চালনার জন্য, তা সত্যি।’’
advertisement
7/7
২০১০ সালে ‘বিগ বস্’-এর চতুর্থ সিজ়ন থেকে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় সলমনকে। একটি সিজ়নে তিনি অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে সহ-সঞ্চালনা করেছিলেন ‘বিগ বস্'। কিন্তু তারপর থেকে এখনও তিনি একাই সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Salman Khan: 'বিগ বস' করেই কোটি কোটি আয়! এই তারকার 'না'-ই আরও ধনী করে সলমনকে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল