Saif Ali Khan Health Update: এক-দু'বার নয়, ৬টা কোপ, গলা ও স্পাইনে গভীর ক্ষত, অস্ত্রোপচরের পর কেমন আছেন সইফ? অবস্থা কি আশঙ্কাজনক?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Saif Ali Khan Health Update: গলা এবং স্পাইনের কাছের আঘাত নিয়ে চিকিৎসকরা একটু চিন্তিত। তবে তাকে স্পেশ্যাল কেয়ারে রাখা হয়েছে। লীলাবতী হাসপাতালে করিনা কাপুর-সহ পরিবারের সদস্যরা রয়েছেন।
advertisement
1/10

বলিউড অভিনেতা সইফ আলি খানকে নিয়ে ইতিমধ্যেই তোলপাড় বলিউড৷ বৃহস্পতিবার ভোররাতে নিজের বাড়িতেই বড়সড় হামলার মুখে পড়েন বলি তারকা সইফ আলি খান। ডাকাতির চেষ্টা করা হয় অভিনেতার বাড়িতে। আর তখনই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা৷
advertisement
2/10
বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ মারা হয় অভিনেতাকে। আর সেখানেই গুরুতর আহত হন সইফ আলি খান। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়।
advertisement
3/10
জানা গেছে, সইফ আলি খানকে ৬ বার ছুরি দিয়ে কোপ মারা হয়, যার মধ্যে ২টি গভীর ক্ষত রয়েছে। হামলার পর সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
4/10
লীলাবতী হাসপাতালের সিইও নীরজ উত্তমানি জানিয়েছেন, সইফের শরীরে মোট ছয়টি ক্ষত রয়েছে এবং তার মধ্যে দুটি বেশ গভীর। তার মেরুদণ্ডের কাছে একটি ক্ষত রয়েছে। ইতিমধ্যেই চিকিৎসা চলছে। নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অ্যানেস্থেটিস্ট নিশা গান্ধী তার চিকিৎসা করছেন।
advertisement
5/10
ক্ষত এতটাই গভীর যে অপারেশন করতে হয়েছে৷ হাসপাতাল সূত্রের খবর, সইফ আলি খানের অস্ত্রপোচার শেষ হয়েছে এবং তিনি বিশ্রামে রয়েছেন। চিকিৎসকদের দল তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
advertisement
6/10
গলা এবং স্পাইনের কাছের আঘাত নিয়ে চিকিৎসকরা একটু চিন্তিত। তবে তাকে স্পেশ্যাল কেয়ারে রাখা হয়েছে। লীলাবতী হাসপাতালে করিনা কাপুর-সহ পরিবারের সদস্যরা রয়েছেন। সারা আলি খান এবং ইব্রাহিম সেখানে পৌঁছেছেন। এছাড়াও বলিউডের বেশকিছু সেলিব্রিটি সইফকে দেখতে হাসপাতালে গিয়েছেন।
advertisement
7/10
মুম্বই পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ ডাকাতির চেষ্টা হয় সইফ আলি খানের বাড়িতে। হামলাকারী সন্দেহভাজনকে এখন খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে।
advertisement
8/10
এই মুহূর্তে ঘটনাটি খতিয়ে দেখার জন্য সইফ আলি খানের বাড়িতে হাজির হয়েছে মুম্বই পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ। আপাতত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
advertisement
9/10
এই ঘটনার পরই তিন কর্মচারীকে আটক করেছে ক্রাইম ব্রাঞ্চের দল। ক্রাইম ব্রাঞ্চের দল তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। তিনজনকেই সইফের বাসভবনের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল। সইফ আলি খানের বাড়িতে কাজ করা এবং নিরাপত্তার কাজ করা লোকজনের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
advertisement
10/10
অভিনেতা সইফ নিজেই একটি বিবৃতি জারি করে ডাকাতির চেষ্টার কথায় সিলমোহর দিয়েছেন। নিজের বিবৃতিতে সংবাদমাধ্যম এবং ভক্তদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছেন সইফ। কারণ বিষয়টি এখন পুলিশি তদন্তের আওতায় রয়েছে। আর এই বিষয়ে তদন্ত কীভাবে এগোচ্ছে, সেটা তিনি জানাতে থাকবেন।