TRENDING:

Saif Ali Khan: ‘নবাবের ঘরে চোর’! ৮০০ কোটির ‘প্রাসাদ’, ১৫০ ঘর, ১০৩ কোটির ফ্ল‍্যাট, সইফের সম্পত্তি জানলে চোখ কপালে উঠবে

Last Updated:
Saif Ali Khan: বিলাসবহুল এই প্রাসাদে একটি বা দু'টি নয়, ১৫০ টি কক্ষ রয়েছে। এছাড়াও ৭টি বেডরুম, ৭ টি ড্রেসিং রুম এবং ৭ টি বিলিয়ার্ড রুমও রয়েছে৷ ড্রয়িং রুম ও ডাইনিং রুমের সৌন্দর্যও দেখার মতো।
advertisement
1/13
৮০০ কোটির ‘প্রাসাদ’, ১৫০ ঘর, ১০৩ কোটির ফ্ল‍্যাট, সইফের সম্পত্তি কত জানেন?
ভোররাতে নিজের বাড়িতেই ছুরিকাহত হন অভিনেতা সইফ আলি খান। বুধবার এবং বৃহস্পতিবারের সন্ধিক্ষণে রাত ২.৩০ নাগাদ ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। সইফের দেহে অস্ত্রপ্রচার করা হয়েছে।
advertisement
2/13
রাতের অন্ধকারে নবাব পুত্রের মুম্বইয়ের বান্দ্রার ফ্ল‍্যাটে সমস্ত নিরাপত্তা পেরিয়ে হামলা চালায় আততায়ীরা। সংবাদমাধ‍্যম সূত্রে খবর, সইফের বাড়িতে চুরির উদ্দ‍্যেশ‍্যেই ঢোকে দুষ্কৃতিরা।
advertisement
3/13
মুম্বইয়ের এই ১২ তলার ফ্ল‍্যাটে অষ্টম তলায় থাকেন সইফ আলি খান, স্ত্রী করিনা এবং তাঁদের দুই সন্তান। মুম্বইয়ের এই ফ্ল্যাটটি নাকি ১০ বছর আগে কিনেছিলেন সইফ।
advertisement
4/13
বর্তমানে এই ফ্ল্যাটের বাজারমূল্য ১০৩ কোটি টাকা। ২০২৪ সাল পর্যন্ত বলি অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকারও বেশি। তবে শর্মিলা ঠাকুর এবং নবাব টাইগার পতৌদির পুত্র সইফের অব‍শ‍্য এই ফ্ল‍্যাট ছাড়াও রয়েছে বিশাল ‘প্রাসাদ’।
advertisement
5/13
সইফ আলি খানের পতৌদি প্রাসাদ ইব্রাহিম কোঠি নামেও পরিচিত। অনেকের ধারণা পতৌদি প্রাসাদ মুম্বাইয়ে। কিন্তু না। পতৌদি প্রাসাদ হরিয়ানায়। অভিনেতার এই বাড়িটি কোনও প্রাসাদের থেকে কম নয় এবং প্রাসাদের দাম ৮০০ কোটি টাকা।
advertisement
6/13
পতৌদি প্রাসাদ ১০ একর জুড়ে বিস্তৃত এবং সেইসঙ্গে প্রতিটি সুযোগ সুবিধা রয়েছে। প্রাসাদের নকশাও খুব বিশেষ। মুঘল স্থাপত্যশৈলীও দেখা যায় পুরনো এই প্রাসাদে।
advertisement
7/13
পতৌদি প্রাসাদের নির্মাণ শুরু হয় ১৯০০ সালে। এটি ব্রিটিশ স্থপতি রবার্ট টর রাসেল এবং অস্ট্রেলিয়ান স্থপতি কার্ল মল্টজ ফন হেইঞ্জ দ্বারা ডিজাইন করা হয়েছিল।
advertisement
8/13
একসময় এই বাড়িতে থাকতেন পতৌদি পরিবার। সইফের বাবা মনসুর আলী খানও এখানে থাকতেন। স্ত্রী করিনা এবং সন্তানদের নিয়ে প্রায়ই প্রাসাদে কিছুদিন কাটাতে যান সইফ।
advertisement
9/13
পরিবারের বিশেষ অনুষ্ঠান এই প্রাসাদেই পালন করা হয়ে থাকে। তৈমুর আলি খানের প্রথম জন্মদিনের পার্টি হোক বা করিনার জন্মদিন, পুরো পরিবার প্রায়ই এই প্রাসাদে একসঙ্গে সময় কাটায়।
advertisement
10/13
বিলাসবহুল এই প্রাসাদে একটি বা দু'টি নয়, ১৫০ টি কক্ষ রয়েছে। এছাড়াও ৭টি বেডরুম, ৭ টি ড্রেসিং রুম এবং ৭ টি বিলিয়ার্ড রুমও রয়েছে৷ ড্রয়িং রুম ও ডাইনিং রুমের সৌন্দর্যও দেখার মতো।
advertisement
11/13
শুটিংও হয়েছে এই প্রাসাদে। তান্ডব সিরিজ, ‘বীর জারার’ মতো অনেক ছবির শ‍্যুটিং হয়েছে পতৌদি প্রাসাদে। সইফ নিজেই এক সাক্ষাত্‍কারে বলেছিলেন তাঁর প্রাসাদটি রাজকীয়। ‘যেই দাঁড়াবে তাকে রাজার মতো দেখাবে।’
advertisement
12/13
বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে পতৌদি প্রাসাদের অনেক ছবি। প্রতিটি ছবিতেই ঘরের প্রতিটি কোণা খুব সুন্দর দেখায়। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সেইসব ছবি শেয়ার করেছেন সইফ-করিনা নিজেরাই।
advertisement
13/13
প্রসঙ্গত, সইফের দুর্ঘটনার কথা শোনার পর থেকে উদ্বিগ্ন গোটা বলিউড। মুম্বইয়ের বিখ‍্যাত লীলাবতি হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন অভিনেতা। বর্তমানে বিপদমুক্ত তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Saif Ali Khan: ‘নবাবের ঘরে চোর’! ৮০০ কোটির ‘প্রাসাদ’, ১৫০ ঘর, ১০৩ কোটির ফ্ল‍্যাট, সইফের সম্পত্তি জানলে চোখ কপালে উঠবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল