৩৫ লক্ষ টাকার মেডিক্লেম দাবি করেছেন সইফ! যা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, বিমা সংস্থাগুলির বিরুদ্ধে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Saif Ali Khan Mediclaim: ফাঁস হয়ে গিয়েছে সইফের হেলথ ইনস্যুরেন্স। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। বলাই বাহুল্য যে, এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভাইরাল সেই নথিতে দাবি করা হয়েছে যে, সইফ আলি খান ক্যাশলেস ট্রিটমেন্টের জন্য ৩৫.৯৫ লক্ষ টাকা দাবি করেছেন। যদিও বিমা সংস্থা শুধুমাত্র ২৫ লক্ষ টাকাই অনুমোদন করেছেন। আর এই ভাইরাল নথি নিয়ে প্রশ্ন তুলেছেন এক চিকিৎসক।
advertisement
1/5

আপাতত মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা সইফ আলি খান। দিন কয়েক আগেই মধ্যরাতে নিজের বাসভবনে এক আততায়ীর হামলার মুখে পড়তে হয়েছিল তাঁকে। যার জেরে গুরুতর জখম হয়েছিলেন অভিনেতা। একাধিক ক্ষত ছিল তাঁর শরীরে। সঙ্গে সঙ্গে ছুরিকাহত সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর সেখানে অস্ত্রোপচার হয়েছে তাঁর। অবশ্য বর্তমানে ভালই আছেন অভিনেতা। চিকিৎসকদের একটি দল তাঁর অবস্থা নজরে রাখছেন।
advertisement
2/5
তবে এদিকে ফাঁস হয়ে গিয়েছে সইফের হেলথ ইনস্যুরেন্স। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলাই বাহুল্য যে, এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভাইরাল সেই নথিতে দাবি করা হয়েছে যে, সইফ আলি খান ক্যাশলেস ট্রিটমেন্টের জন্য ৩৫.৯৫ লক্ষ টাকা দাবি করেছেন। যদিও বিমা সংস্থা শুধুমাত্র ২৫ লক্ষ টাকাই অনুমোদন করেছেন। আর এই ভাইরাল নথি নিয়ে প্রশ্ন তুলেছেন এক চিকিৎসক। তাঁর দাবি, এত বিপুল পরিমাণ ইনস্যুরেন্স ক্লেম কোনও সংস্থাই দেয় না।
advertisement
3/5
মুম্বইয়ের হার্ট সার্জন ডা. প্রশান্ত মিশ্র প্রশ্ন তুলে বলেন যে, কোনও ব্যক্তির ইনস্যুরেন্স ক্লেমের জন্য ৫ লক্ষ টাকার বেশি অনুমোদন দেয় না কোনও বিমা সংস্থাই। কিন্তু বড় হাসপাতালগুলি বেশি বেশি বিল করে। আর বিমা সংস্থাগুলিকে সেই পরিমাণ অর্থই দিতে হচ্ছে। যা সাধারণ মানুষদের জন্য সমস্যা বয়ে আনছে। মেডিক্লেম সংস্থাগুলিও প্রিমিয়াম বাড়াচ্ছে।
advertisement
4/5
মধ্যবিত্তদের ভোগান্তি, বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক: নিজের এক্স হ্যান্ডলে ডা. প্রশান্ত মিশ্র লিখেছেন যে, ছোট হাসপাতালগুলি এবং সাধারণ মানুষের জন্য বিমা সংস্থা নিভা বুপা এই ধরনের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকার বেশি অনুমোদন করে না। সমস্ত পাঁচতারা হাসপাতাল প্রচুর পরিমাণে টাকা চার্জ করছে। আর মেডিক্লেম সংস্থাগুলিও তা-ই করছে। যার ফলে প্রিমিয়ামের পরিমাণ বাড়ছে আর মধ্যবিত্তদের ভুগতে হচ্ছে।
advertisement
5/5
সইফ আলি খানের মেডিক্লেম কনফার্ম করেছে বিমা সংস্থা: সইফ আলি খানের যে মেডিক্লেম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেটা যাচাই করে দেখেনি News18। যদিও নিভা বুপা হেলথ ইনস্যুরেন্স কোম্পানি অভিনেতার এই ক্লেম কনফার্ম করেছে। সেই সঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে যে, “যখন সইফ আলি খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তখন একটি ক্যাশলেস প্রি-অথরাইজেশন অ্যাপ্লিকেশন আমাদের কাছে পাঠানো হয়েছে। চিকিৎসা শুরু করার জন্য প্রাথমিক পরিমাণ অর্থ দেওয়ার বিষয়ে আমরাও অনুমতি দিয়েছি।”