Saif-Kareena Seperation: ভাঙছে করিনা-সইফের সাধের ঘর? সংসারে অশান্তির আগুন জ্বলছে, সহ্য না করতে পেরে মুখ খোলেন করিনা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অমৃতার মতোই কপাল হবে করিনার? দুই ছেলেকে নিয়ে ছেড়ে আসতে হবে ছোটে নবাব সইফ আলির খানের ঘর? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বলিউডের অন্দরে৷
advertisement
1/9

বলিউডের পাওয়ার কাপল৷ তাঁদের দেখলে চোখ জুড়িয়ে যায়৷ সইফ-করিনা৷ খুবই সুন্দর তাঁদের সংসার৷ দুই ছেলেকে নিয়ে গুছিয়ে ঘর করেছেন করিনা ও সইফ৷ দু’জনেই কাজের ক্ষেত্রে সফল৷ আর দু’জনেই দুই বড় পরিবারের সদস্য!
advertisement
2/9
সইফ-করিনার ১৩ বছর ধরে একসঙ্গে। সন্তানদের নিয়ে সুখী জীবনযাপন করছেন, কিন্তু এর মধ্যেই তারকাদের বিচ্ছেদের খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷
advertisement
3/9
তবে শুধু এর মধ্যেই নয়, ১ মাস আগে এই নিয়ে মুখ খোলেন করিনা৷ তিনি কী বুঝিয়ে দিয়েছেন যে ঘরে কিছু ঠিক নেই?
advertisement
4/9
করিনা এমনকীতে খুব স্পষ্টবক্তা৷ সব কথা সোজাসাপটা বলতে পছন্দ করেন কাপুর পরিবারের মেয়ে৷ তিনি যেমন স্ত্রিনে তাঁর অনবদ্য অভিনয়ে আগুন জ্বালান, তেমনই কথায়ও তাঁর ধার মারাত্মক৷
advertisement
5/9
সইফের পরিবারের সকলে তাঁকে নিয়ে বেশ খুশি৷ শাশুড়ি শর্মিলা থেকে ননদ সবার করিনাকে নিয়ে কোনও অভিযোগ নেই৷ কিন্তু সেই ঘরেও ভাঙন? কেন?
advertisement
6/9
সম্প্রতি করিনাকে দেখা গিয়েছে প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের সঙ্গে৷ একটি অনুষ্ঠানে দু’জনে পাশাপাশি কথা বলছিলেন৷ সেই ভিডিও ভাইরাল৷ এই নিয়ে নানা জল্পনাও তৈরি হয়েছে৷ যদিও খুবই সৌজন্যমূলক ছিল সেই সাক্ষাৎ৷
advertisement
7/9
এরই মধ্যে এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন যে আগামী দেড় বছরের মধ্যে তাদের সম্পর্ক ভেঙে যেতে পারে। আইফা অ্যাওয়ার্ডসে করিনা কাপুরকে শহীদ কাপুরকে জড়িয়ে ধরতে দেখা যাওয়ার পরই জ্যোতিষীর এই দাবিটি প্রকাশ্যে এসেছে।
advertisement
8/9
সইফ-করিনার বিবাহবিচ্ছেদের আলোচনার কারণে ভক্তরা চিন্তিত হয়ে পড়েছেন। তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন আছে কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে ১ মাস আগে করিনা যা লেখেন তা হলে....
advertisement
9/9
এর আগে বলিউডে অভিষেক-ঐশ্বর্যের বিয়ে ভাঙা নিয়ে বহু জল্পনা হয়েছে৷ এবার এই তালিকায় নতুন নাম সইফ-করিনার৷ উল্লেখ্য এই আগে সইফের সঙ্গে বিবাহবিচ্ছেদ হন তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিং-এর৷ এবার কী সেই পথে হাঁটবেন সইফ-করিনা? সময় তাঁর উত্তর দেবে৷