TRENDING:

সেই অটোচালককে ৫০ হাজার টাকা দিয়েছেন সইফ? সঙ্গে সঙ্গে উঠতে শুরু করেছে ১১ লক্ষ টাকার দাবি, ১ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস ‘পুষ্পা ২’ গায়কের

Last Updated:
Saif Ali Khan News: সম্প্রতি প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিল যে, সইফ আলি খানের প্রাণ বাঁচিয়েছেন ওই অটোচালক। তাই তাঁকে ১১,০০০ টাকা দিয়ে সাহায্য করা হয়েছিল। এখন নতুন করে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে যে, প্রাণ বাঁচানোর জন্য ওই অটোচালককে ৫০,০০০ টাকা দিয়েছেন সইফ। এই সাহায্যের পর থেকেই ১১ লক্ষ টাকা সাহায্যের দাবি উঠেছে।
advertisement
1/6
সেই অটোচালককে ৫০ হাজার টাকা দিয়েছেন সইফ? উঠছে ১১ লক্ষ টাকা দেওয়ার দাবি
গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। সেই সময় আততায়ীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি নিজেই। এরপর আচমকাই অভিনেতার উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত। ঘটনায় গুরুতর জখম হন সইফ। এরপর তিনি বাড়ি থেকে লীলাবতী হাসপাতালে যাওয়ার জন্য একটি অটো ধরেছিলেন। অভিনেতার এই খবর সামনে আসতেই অটোচালককে নিয়ে হইচই শুরু হয়েছে। সকলেই তাঁর প্রশংসা করছেন। পরে জানা যায় যে, অটোচালকের নাম ভজন সিং রাণা। সোশ্যাল মিডিয়ায় তারকা থেকে শুরু করে নেটিজেনরা তাঁকে আসল নায়ক বলে তকমা দিয়েছেন। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন সইফ। কিন্তু তাঁর আগেই তিনি দেখা করেছেন সেই রাতের সেই অটোচালকের সঙ্গে।
advertisement
2/6
সম্প্রতি প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিল যে, সইফ আলি খানের প্রাণ বাঁচিয়েছেন ওই অটোচালক। তাই তাঁকে ১১,০০০ টাকা দিয়ে সাহায্য করা হয়েছিল। এখন নতুন করে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে যে, প্রাণ বাঁচানোর জন্য ওই অটোচালককে ৫০,০০০ টাকা দিয়েছেন সইফ। এই সাহায্যের পর থেকেই ১১ লক্ষ টাকা সাহায্যের দাবি উঠেছে। এই বিষয়েই আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক।
advertisement
3/6
ETimes-এর সঙ্গে আলাপচারিতায় অটো চালক ভজন সিং রাণা জানিয়েছেন যে, “উনি বলেছেন, ‘আপনি সময়ে পৌঁছে দিয়েছিলেন, যেটা খুবই ভাল’।” এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয়, সইফ কি তাঁকে কোনও আর্থিক পুরস্কার দিয়েছেন? জবাবে ভজন সিং রাণা বলেন, “শুধু উনিই জানেন। আমরা এই বিষয়ে কথা বলতে পারব না। আমাদের কোনও দাবি নেই। উনি যদি কিছু দেন, তাতে সমস্যা নেই। আর যদি না-ও দেন, তাতেও সমস্যা নেই। তিনি যেটাই দেবেন, আমরা গ্রহণ করব।”
advertisement
4/6
যদিও এক প্রতিবেদনে সূত্রের বক্তব্যের উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, সময়ে সাহায্য করার জন্য ভজন সিং রাণাকে ৫০০০০ টাকা পুরস্কার দিয়েছেন সইফ আলি খান। ইতিমধ্যেই ‘পুষ্পা ২’ গায়ক মিকা সিং ওই অটো চালকের তৎপরতার ব্যাপক প্রশংসা করেছেন। সেই কারণে তাঁকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিকা।
advertisement
5/6
গত সপ্তাহেই নিজের বাড়িতে ছুরির হামলার মুখে পড়েছিলেন সইফ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন ভজন। এমনকী তাঁর থেকে ভাড়া নিতেও অস্বীকার করেছিলেন তিনি। নিজের ইনস্টাগ্রামে মিকা সিং বলেন যে, “আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, ভারতের সবথেকে প্রিয় সুপারস্টারের প্রাণ বাঁচানোর জন্য তাঁর কম করে ১১ লক্ষ টাকা পুরস্কার পাওয়া উচিত। অটোচালকের কাজের প্রশংসা করেছেন এই সঙ্গীতশিল্পী। আরও বলেন যে, তাঁর সঙ্গে কীভাবে দেখা করা যাবে, সেই বিষয়ে আমায় দয়া করে জানান। আমি নিজেই তাঁকে ১ লক্ষ টাকা দিতে চাই।”
advertisement
6/6
এদিকে ভজন জানিয়েছেন যে, “হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সইফ আমায় ধন্যবাদ জানিয়েছেন।” আর বলেছেন যে, “কোনও সাহায্যের প্রয়োজন হলে আমায় খুলে বলুন।” শুধু সইফই নন, তাঁর মা অভিনেত্রী শর্মিলা ঠাকুরও ভজনকে ধন্যবাদ জানিয়েছেন। ভজনের দাবি, সইফের পরিবার তাঁকে সম্মান জানিয়েছে। ভজনের কথায়, “সইফের কাছ থেকে ফোন পেয়েছিলাম। পৌঁছতে আমার কিছুটা দেরি হয়েছিল। যখন পৌঁছই, তখন সেখানে উপস্থিত ছিলেন সইফ স্যারের পরিবারের সদস্যরা। তাঁরা আমায় প্রচুর সম্মান দিয়েছেন। ওঁদের সঙ্গে একটি সেলফিও নিয়েছি।” তিনি আরও বলেন, “আমি ওঁকে সাহায্য করতে পেরে আনন্দিত। এটা আমার কাছে বড় বিষয়। আর আমি গর্বিত।”
বাংলা খবর/ছবি/বিনোদন/
সেই অটোচালককে ৫০ হাজার টাকা দিয়েছেন সইফ? সঙ্গে সঙ্গে উঠতে শুরু করেছে ১১ লক্ষ টাকার দাবি, ১ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস ‘পুষ্পা ২’ গায়কের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল