Saif Ali Khan Attacked: শাহরুখ-রণবীর-সঞ্জয়! পুরো বলিউড এলেও আহত সইফের পাশে দেখা গেল না সবচেয়ে ‘কাছের’ এই মানুষকে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Saif Ali Khan Attacked: কারিনা কাপুর, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান প্রথম থেকেই ছিল তবে, ঘটনার খবর পেয়েই ছুটে যায়, শাহরুখ খান। রণবীর কাপুর এবং আলিয়া ভাটও সাইফকে দেখতে লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন। করণ জোহর, অর্জুন কাপুরও কারিনা কাপুরের দিদি করিশ্মা কাপুরের বাসভবনে দেখা করতে যান।
advertisement
1/6

সইফ আলি খান বৃহস্পতিবার ভোররাতে মুম্বইয়ে তাঁর বান্দ্রার বাসভবনে ছুরিকাহত হন। হাত, কাঁধ এবং পিঠের ছ-জায়গায় গভীর আঘাত লাগে তাঁর। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি তিনি।
advertisement
2/6
জানা গিয়েছে, দুষ্কৃতী হামলার পরে প্রবল রক্তক্ষরণ হচ্ছিল ছোটে নবাবের। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের আপডেট জানিয়ে একটি বিবৃতি জারি করেছে। তবে, বর্তমানে স্থিতিশীল সইফ আলি খান।
advertisement
3/6
কারিনা কাপুর, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান প্রথম থেকেই ছিল তবে, ঘটনার খবর পেয়েই ছুটে যায়, শাহরুখ খান। রণবীর কাপুর এবং আলিয়া ভাটও সাইফকে দেখতে লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন। করণ জোহর, অর্জুন কাপুরও কারিনা কাপুরের দিদি করিশ্মা কাপুরের বাসভবনে দেখা করতে যান।
advertisement
4/6
পরিচালক সিদ্ধার্থ আনন্দও আক্রমণের খবর শোনার পর লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন। বোন সোহা আলি খান এবং তাঁর স্বামী, অভিনেতা কুনাল খেমু বহু সময় হাসপাতালে ছিল দাদার কাছে। রাহুল ধোলাকিয়া, আরমান জৈন, আনিসা মালহোত্রা, সঞ্জয় দত্ত এবং অমৃতা অরোরা মধ্যে কিছুজন লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন, অন্যরা করিশ্মা কাপুরের বাড়িতে দেখা গিয়েছিল।
advertisement
5/6
তবে, এতবড় বিপদের সময়ও সইফের পাশে দেখা গেল না প্রথম স্ত্রী অমৃতা সিংহকে। সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানকে দেখা গেল, দেখা যাইনি তাঁদের মাকে।
advertisement
6/6
নব্বইয়ের দশকের গোড়ায় সইফ এবং অমৃতা বিয়ে করেন। কিন্তু তাঁদের বিবাহিত জীবন সুখের ছিল না। ১৩ বছর এক ছাদের তলায় থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু বিপদের সময় পাশে দেখা গেল না অমৃতা সিংহ-কে। তবে কি তলানিতে সইফ-অমৃতার সম্পর্ক? কারণ কি কারিনা কাপুর খান?