TRENDING:

Sagnik Chakraborty Pallavi Dey: কে এই সাগ্নিক? কী করেন? চিনে নিন পল্লবীর 'লিভ ইন' সঙ্গী, 'আদুরে' অ্যালবামের নায়ককে!

Last Updated:
Sagnik Chakraborty Pallavi Dey: রবিবার গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর পল্লবী দের ঝুলন্ত দেহ। এর পরেই সন্দেহের তির ঘুরেছে তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর দিকে।
advertisement
1/12
কে এই সাগ্নিক? কী করেন? পল্লবীর 'লিভ ইন' সঙ্গী, 'আদুরে' অ্যালবামের নায়ককে চিনুন
পল্লবীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনও জ্বলজ্বল করছে প্রাণশক্তি ভরপুর এক জলজ্যান্ত মেয়ের বেঁচে থাকার মুহূর্তগুলি। যার বেশিরভাগেই তাঁর সঙ্গী সাগ্নিক। অগুণতি প্রেমের মুহূর্ত লেন্সবন্দি হয়েছে তাঁকে নিয়ে। সেসবই আজ মাত্র পঁচিশ বছর বয়সি এই ঝকঝকে প্রতিভাবান টেলি অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুতে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
advertisement
2/12
রবিবার গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর পল্লবী দের (Pallavi Dey) ঝুলন্ত দেহ। এর পরেই সন্দেহের তির ঘুরেছে তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর (Sagnik Chakraborty) দিকে।
advertisement
3/12
তরুণী অভিনেত্রীর বাবার দাবি, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। পল্লবীর সহকর্মীরাও অনেকেই মনে করছেন, আত্মহত্য়ার প্ররোচনা দেওয়া হয়েছে তাঁদের সতীর্থকে। আপাতত পুলিশি জেরার মুখে সাগ্নিক।
advertisement
4/12
অন্যদিকে পল্লবীর পরিবারের পক্ষ থেকে সাগ্নিকের বিরুদ্ধে গড়ফা থানায় করা হয়েছে খুনের অভিযোগ দায়ের। অভিযোগে জুড়েছে আরও এক তৃতীয় ব্যক্তি, পল্লবীর বন্ধু, ঐন্দ্রিলার নাম।
advertisement
5/12
জানা গিয়েছে, শনিবার রাত থেকেই সাগ্নিকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন পল্লবী। তবে অভিনেত্রীর ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যক্তিগত টানাপড়েনের কোনও ছাপ ছিল না আগাগোড়াই। গত ৪ মে ইনস্টাগ্রামে সাগ্নিকের সঙ্গে শেষ ছবি দিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। তবে একা ছিলেন না তাঁরা। সঙ্গে ছিলেন বন্ধুরাও। সম্ভবত কোনও পার্টিতে গিয়ে লেন্সবন্দি হয়েছিলেন সকলে।
advertisement
6/12
প্রেম নিয়ে আগাগোড়াই রাখঢাক করেননি অভিনেত্রী। মাঝেমধ্যেই ছবি দিতেন প্রেমিকের সঙ্গে।
advertisement
7/12
গত ফেব্রুয়ারি মাসে প্রেমিক এবং ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে নিজের জন্মদিনও পালন করেছিলেন পল্লবী। সেখানেও সাগ্নিকের সঙ্গে যথেষ্ট হাসিখুশি দেখিয়েছিল অভিনেত্রীকে। প্রেমিককে আদরের ছবিও দিয়েছিলেন তিনি।
advertisement
8/12
গত ফেব্রুয়ারি মাসেই একটি ছবি পোস্ট করেছিলেন পল্লবী দে। কী ছিল সেই ছবিতে চোখে পড়ার মতো? সাগ্নিকের দিকে হাসিমুখে হাত বাড়িয়ে তিনি। প্রেমিকের হাতে গয়নার একটি ছোট বাক্স। খুব সম্ভবত সেটিতে আংটি রাখা ছিল। সাদা-কালো সেই ছবি দিয়ে পল্লবী লিখেছিলেন, ‘অবশেষে’।
advertisement
9/12
কমেন্ট বক্সে বয়ে গিয়েছিল শুভেচ্ছা বার্তার বন্যা। প্রশ্ন উঠছে, তবে কি প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন অভিনেত্রী? গড়ফার ফ্ল্যাটে যদিও স্বামী-স্ত্রী পরিচয়েই থাকছিলেন তাঁরা।
advertisement
10/12
পল্লবীর মৃত্যুর পর প্রাথমিক তদন্তে তাঁর মৃত্যুর কারণের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের ভূমিকার বিষয়েও খুঁটিয়ে দেখছে পুলিশ। সেখানেই বারবার সাগ্নিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন উঠছে কে এই সাগ্নিক চক্রবর্তী। তিনি করেনটাই বা কী? বিরাট দামের অডি গাড়ি, বিলাসবহুল জীবনযাত্রা। কিন্তু তাঁর আয়ের উৎস কী? তা নিয়ে এখনও নানা রকম প্রশ্ন রয়েছে।
advertisement
11/12
পল্লবী অভিনেত্রী হলেও সাগ্নিক আগাগোড়াই ইন্ডাস্ট্রির বাইরে। তিনি কী করতেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তাঁর বাবা সুভাষ চক্রবর্তী জানান, ‘অনলাইন’-এ কাজ করেন ছেলে। দেখা যাচ্ছে সাগ্নিকের ইনস্টাগ্রাম প্রোফাইলটি রয়েছে ‘প্রাইভেট’ করা। অর্থাৎ তাঁর অনুমতি ছাড়া সেই প্রোফাইলের ছবি ভিডিয়ো দেখা যাবে না।
advertisement
12/12
ইনস্টাগ্রামের ‘বায়ো’-তে তাঁর ফেসবুক লিঙ্কটি রয়েছে বটে। কিন্তু সেই সূত্র ধরে তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, বিতর্ক এড়ানোর জন্য এই মুহূর্তে অ্যাকাউন্টটিকে ‘ডিলিট’ অথবা ‘ডিঅ্যাক্টিভেট’ করে দিয়েছেন তিনি। তবে সাগ্নিক যে আর্থিক ভাবে স্বচ্ছল, তা বলে দেয় তাঁর সাজপোশাক এবং বহুমূল্য ফোন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sagnik Chakraborty Pallavi Dey: কে এই সাগ্নিক? কী করেন? চিনে নিন পল্লবীর 'লিভ ইন' সঙ্গী, 'আদুরে' অ্যালবামের নায়ককে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল