Sara Tendulkar Photoshoot: শুভমনের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই হঠাৎ রাজস্থানে সচিন-কন্যা! সারার নতুন ছবিতে কুপোকাত ভক্তরা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sara Tendulkar Photoshoot: এর আগে একবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে মাঠজুড়ে দর্শকেরা চিৎকার করে উঠেছিলেন ‘হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি যাইসি হো।’
advertisement
1/7

একদিকে যখন বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্সে মুগ্ধ করে দিচ্ছে ভারতীয় টিম। অন্যদিকে ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকারের মেয়ের রূপে মাত আমজনতা। শুভমন গিলের সঙ্গে প্রেমের চর্চার মাঝেই নতুন ফোটোশ্যুটের ছবি দিলেন সারা তেল্ডুলকার।
advertisement
2/7
ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরের পোশাকে সেজেছেন সারা। পৌঁছে গিয়েছেন রাজস্থান। তাঁর পোস্টে লেখা, ‘ভারতে হাতি সংরক্ষণের জন্য অনিতা ডোংরের ফ্যাশন তহবিল কালেকশন জয়পুরে একটি দারুণ সপ্তাহান্ত।’
advertisement
3/7
এমনিতেই সারা তেন্ডুলকরকে নিয়ে গসিপের শেষ নেই৷ সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুগামী লক্ষাধিক। সারার সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা তাঁর ছবিতে মন্তব্য করে ভরিয়ে তোলেন।
advertisement
4/7
সদ্য পাপারাৎজিদের দৌলতে একটি ভিডিওতে শুভমনের সঙ্গে সারাকে দেখা যাওয়ার পর থেকে চর্চা আরও জোরদার হয়েছে। তারই মাঝে নতুন ছবি সারার ইনস্টাগ্রামে।
advertisement
5/7
অনিতার রাজস্থানি লহেঙ্গার সঙ্গে মাংটিকা, কানের দুল, আংটি এবং বিনুনি করা চুলে ধরা দিলেন সারা। ছবিতে প্রাণোচ্ছ্বল দেখাচ্ছে সচিন-কন্যাকে। তাঁর হাসিতে মাত দুিনয়া।
advertisement
6/7
এর আগে একবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে মাঠজুড়ে দর্শকেরা চিৎকার করে উঠেছিলেন ‘হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি যাইসি হো।’ (আমাদের বৌদি কেমন হবে, সারা বৌদির মতো হবে)। এমনকি বিরাট কোহলিও সেই চিৎকারে উৎসাপ দিয়েছিলেন।
advertisement
7/7
২৬ বছরের সারা লন্ডনে পড়াশোনার ফাঁকে ফাঁকে মডেলিংও করছেন বহুদিন ধরে। লন্ডনে মেডিসিন নিয়ে স্নাতক পাশ করেছেন সারা। এখন বহু বিপণন সংস্থার হয়ে মডেলিং করেছেন তিনি।