Saba Azad: হৃতিকের সঙ্গে ছবি ভাইরাল, বি-টাউনে প্রেমের জোর গুঞ্জন, চেনেন কে এই 'রহস্যময়ী' সাবা আজাদ?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Saba Azad: কে এই সাবা আজাদ? কী পরিচয় তাঁর? ৩২ বছরের এই অভিনেত্রীকে নিয়েই এখন তোলপাড় শো-বিজ।
advertisement
1/8

আরব সাগরের তীরে এখন চর্চার কেন্দ্রে এক নতুন প্রেম। যার কেন্দ্রবিন্দু বলিউডের গ্রিক গড নামে খ্যাত সুপারস্টার হৃতিক রোশন। জীবনের ৪৮তম বছর পার করছেন তিনি। সেই সুপারস্টারের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম শোনা যাচ্ছে যাঁর তাঁর নাম সাবা আজাদ।
advertisement
2/8
কে এই সাবা আজাদ? কী পরিচয় তাঁর? ৩২ বছরের এই অভিনেত্রীকে নিয়েই এখন তোলপাড় শো-বিজ। দীর্ঘ কেরিয়ারে মাত্র ৫টি ছবিতে অভিনয় করা সাবাকে চিনে নিন।
advertisement
3/8
সাবার বয়স ৩২। ২০০৮ সালে 'দিল কবাড্ডি' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় তাঁর। এর পরে ২০১১ সালে অভিনেতা সাকিব সালিমের বিপরীতে 'মুঝসে ফ্র্যান্ডশিপ করোগে'তে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
4/8
তাঁর শেষ ছবি 'ইশক' মুক্তি পেয়েছিল ২০২১ সালে। কিন্তু অভিনয়ই সাবার একমাত্র পেশা নয়। তিনি একাধারে সঙ্গীতশিল্পী ও লিরিসিস্ট। ইনস্টাগ্রামে এই মুহূর্তে সাবার অনুরাগীর সংখ্যা প্রায় ৮২ হাজারের কাছাকাছি।
advertisement
5/8
হৃতিকের নিরিখে যদিও তা অনেক কম। সাফল্যের দিক থেকেও সাবার কেরিয়ার গ্রাফ হৃতিকের থেকে বেশ অনেকটাই পিছিয়ে। তবু ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে, এই তরুণীতেই মজেছে 'গ্রীক দেবতার' মন।
advertisement
6/8
গুঞ্জনের সূত্রপাত বৃহস্পতিবার রাতে। সাবাকে নিয়েই এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন অভিনেতা। রেস্তরাঁ থেকে বের হওয়ার সময়েই তাঁদের ঘিরে ধরে পাপারাজ্জি। ছবিতে দেখা যায় সাবার হাত শক্ত করে ধরেছিলেন হৃতিক।
advertisement
7/8
দুজনের মুখেই ছিল মাস্ক। তাই মাস্ক ঢাকা মুখের 'রহস্যময়ী'র পরিচয় প্রথমে জানা যায়নি। কিন্তু নেটদুনিয়ায় চাপা থাকে না কিছুই। মাস্ক ঢাকা মুখের মানবীর আসল পরিচয় প্রকাশ্যে আসতে বেশি সময় লাগেনি।
advertisement
8/8
বলিউডের উঠতি অভিনেত্রী সাবা আজাদ ইতিমধ্যেই কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন। টিনসেল টাউনের 'চর্চা' বলছে কিছুদিন যাবত সাবার সঙ্গেই হৃতিক মেলামেশা করছেন। হৃতিকের এক ঘনিষ্ঠ বন্ধু এই সূত্রে বলেন, হৃতিক সবসময় ব্যক্তিগত জীবনের খবরাখবর গোপন রাখতে চান। এ কারণে সাবা আজাদের বিষয়টিও প্রকাশ্যে আনতে চাইছেন না। তবে এবার হয়ত সেই সময় এসেছে। যদিও হৃতিক কিংবা সাবা আজাদ কেউই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।