Sa Re Ga Ma Pa Bangla: বাংলা সারেগামাপা-এ বড় বদল! যিশু বা আবীর নয়, এবার রিয়্যালিটি শো-এর সঞ্চালক এই নায়ক-গায়ক!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Sa Re Ga Ma Pa Bangla: আবিরের পরিবর্তনে এবার সারেগামাপা সঞ্চালনা করবেন আরেক জনপ্রিয় টলি অভিনেতা। এই সিজেনের শুরুর প্রোমোতে দেখা গেছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। এরপর সম্প্রতি শুরু হয়েছে সারেগামাপার অডিশন।
advertisement
1/7

জি বাংলার (Zee Bangla) খুবই জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপা (SaReGaMaPa)। বাংলা ছাড়াও দেশের নানা জায়গা এমনকী বাংলাদেশ থেকেই সঙ্গীতশিল্পীরা এসেছেন সঙ্গীতের এই মঞ্চে অংশগ্রহণ করতে।
advertisement
2/7
২০০৭ সালে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল এই রিয়ালিটি শোটি। জি টিভির আদলে তৈরি এই শোয়ের শুরুতে ২ বছর সঞ্চালনা করেছিলেন দেবজিৎ সাহা (Debjit Saha)। এরপর ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ধারাবাহিকটি সঞ্চালনার কাজ করেছেন অভিনেতা সঞ্চালক সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacharjee)।
advertisement
3/7
এরপরই ২০১২ সাল থেকেই ধারাবাহিকের সঞ্চালনার দায়ভার কাঁধে নেন জনপ্রিয় সঞ্চালক অভিনেতা যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)। এরপর তার তত্ত্বাবধানে রিয়ালিটি শোটি পার করেছে ৫ বছর।
advertisement
4/7
তবে, আচমকা জি বাংলার সঙ্গে সমস্যার কারণে রিয়ালিটি শো ছেড়ে দেন অভিনেতা যীশু সেনগুপ্ত। এরপর ২০২০ সাল থেকে গত বছর অবধি ধারাবাহিকটিকে সঞ্চালনা করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়(Abir Chatterjee)।
advertisement
5/7
অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় সারেগামাপা চলেছে গত বছর পর্যন্ত। ইতিমধ্যেই এই অনুষ্ঠানটি পার করেছে ২০টি সিজন। তবে এবার শোনা যাচ্ছে ফের এই শোয়ের সঞ্চালকে বদল করা হচ্ছে।
advertisement
6/7
আবিরের পরিবর্তনে এবার সারেগামাপা সঞ্চালনা করবেন আরেক জনপ্রিয় টলি অভিনেতা। এই সিজেনের শুরুর প্রোমোতে দেখা গেছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। এরপর সম্প্রতি শুরু হয়েছে সারেগামাপার অডিশন।
advertisement
7/7
তবে সূত্রের খবর অনির্বান ভট্টাচার্য্য এবার সারেগামাপা সঞ্চালনার দায়িত্বে থাকবে। কিন্তু এবিষয়ে চ্যানেলের পক্ষ থেকে কোনও অনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসছে সারেগামাপার নতুন সিজন সারেগামাপা।