Fossils Concert: রানাঘাট কাঁপবে 'ফসিলস' ঝড়ে! রূপমের গান শুনতে কখন-কোথায় যাবেন, টিকিটের দাম কত
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sanchari Kar
Last Updated:
Fossils Concert: রানাঘাটে ঝড় তুলতে এবার আসছে রূপম ইসলাম এবং তাঁর রক ব্যান্ড ফসিলস। জানুন কবে কোথায় এবং টিকিটের কত মূল্য।
advertisement
1/6

রানাঘাটে ঝড় তুলতে এবার আসছে রূপম ইসলাম এবং তাঁর রক ব্যান্ড ফসিলস। জানুন কবে কোথায় এবং টিকিটের কত মূল্য।
advertisement
2/6
দীর্ঘ দিন ধরে বাঙালির মন জয় করে আসছে রূপম ইসলাম এবং তাঁর রক ব্যান্ড ফসিলস। কলেজের প্রোগ্রাম হোক কিংবা যে কোনও বড় অনুষ্ঠান, রূপমকে আসার স্বপ্ন থাকে সব উদ্যোক্তারই।
advertisement
3/6
আজও ফসিলসের গান শুনতে হাজার হাজার দর্শক জমায়েত হয়। যার মধ্যে থাকে প্রায় দু'থেকে তিনটি জেনারেশন। একের পর এক মন মাতানো গান গেয়ে অনুষ্ঠান মাতিয়ে তোলেন রূপম ইসলাম এবং তাঁর ব্যান্ড।
advertisement
4/6
চলতি বছর রানাঘাট বিবেক উৎসবেই আসছে ফসিলস। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আর তাই নিয়েই উত্তেজনায় ছেয়ে গিয়েছে নেটমাধ্যম।
advertisement
5/6
এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে, রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে রানাঘাট ইনডোর স্টেডিয়ামে আগামী ৮ জানুয়ারি আসতে চলেছে ফসিলস্। এই প্রোগ্রাম শুরু হবে আনুমানিক সন্ধে ছটা থেকে শেষ হবে আনুমানিক দশটা নাগাদ।
advertisement
6/6
যদিও প্রবেশ মূল্য থাকছে, এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে ২৯৯ টাকা থেকে শুরু হচ্ছে প্রবেশ মূল্য। যা কাটা যাবে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই। এমনটাই জানা যাচ্ছে অনলাইন সূত্র মারফত।