Rupali Ganguly: বলিউডে সফল বাঙালিনী! ‘অনুপমা’র জীবনে এসেছে প্রচুর ঝড়, জেনে নিন রুপালির গল্প
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মুম্বইয়ে প্রতিষ্ঠিত বাঙালী কন্যার লড়াই মোটেই সহজ ছিল না৷
advertisement
1/7

একের পর এক জনপ্রিয় হিন্দি সিরিয়ালে অভিনয় করে বলিপাড়ায় প্রতিষ্ঠিত নাম রুপালি গঙ্গোপাধ্যায়৷ ‘সারাভাই ভার্সেস সারাভাই’, সাহেব, 'মেরা ইয়ার মেরা দুশমন', 'অঙ্গারা’র মতো জনপ্রিয় ধারাবাহিকগুলিতে তিনি ছিলেন অতি পরিচিত মুখ৷ বর্তমানে ‘অনুপমা’র হাত ধরে তিনি ছোট পর্দায় আবার ফিরে এসেছেন৷ স্টার প্লাসের এই ধারাবাহিক এক কথায় সুপার হিট৷ তবে মুম্বইয়ে প্রতিষ্ঠিত বাঙালী কন্যার লড়াই মোটেই সহজ ছিল না৷ আজ রুপালির জন্মদিনে তাঁর সম্পর্কে কিছু অজানা কথা জেনে নেওয়া যাক৷
advertisement
2/7
মাত্র ৭ বছর বয়সেই শুরু হয় তাঁর অভিনয় যাত্রা৷ ১৯৮৫ সালে ‘সাহেব’ ছবিতে তিনি প্রথম অভিনয় করেন৷ অনিল কাপুর, অমৃতা সিং, রাখি, প্রয়াত দেবেন ভার্মা, প্রয়াত উৎপল দত্তের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছিলেন রুপালি৷
advertisement
3/7
অভিনয় জগতে তাঁর প্রবেশ তাঁর বাবা অনিল গঙ্গোপাধ্যায়ের হাত ধরে৷ অনিল পরিচালিত আরও একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি, 'বলিদান'। 'সাহেব' এবং 'বলিদান' দু'টিতেই শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন রূপালি৷
advertisement
4/7
যে ‘অনুপমা’র জন্য তিনি ফের চর্চায় উঠে এলেন, সেই ধারাবাহিকের জন্য তিনি প্রথম পছন্দ ছিলেন না৷ সূত্রের খবর অনুযায়ী, সাক্ষী তানওয়ার, জুহি পারমার, গৌরী প্রধান, এমনকী মোনা সিংয়ের মতো অভিনেত্রীদেরও এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল৷ পরবর্তীতে ‘অনুপমা’র জুতোয় পা গলান রুপালি৷
advertisement
5/7
অভিনয়ের পাশাপাশি তিনি পড়াশোনাতেও ছিলেন সমান পারদর্শী৷ স্কুল শেষ করার পরে তিনি হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেন। ২০০০ সাল নাগাদ রূপালি মুম্বাইতে একটি বিজ্ঞাপন সংস্থা শুরু করেন। তিনি তাঁর বাবা অনিল গাঙ্গুলির সঙ্গে বিজ্ঞাপন সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।
advertisement
6/7
ছোট থেকেই নাচে অত্যন্ত পারদর্শী রুপালি৷ তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী৷ বাবার মতো তাঁর ভাইও বলিউডের সঙ্গে যুক্ত৷
advertisement
7/7
তবে রুপালির এই পথ সবসময় মসৃণ ছিল না৷ সন্তানের জন্মের পর চেহারা নিয়ে তীব্র সমালোচনারও সম্মুখীন হতে হয় তাঁকে৷ অভিনেত্রী হিসেবে সফল হলেও ব্যক্তিগত জীবন নিয়ে আক্ষেপ রয়েছে রুপালির। মা হিসাবে নিজেকে তিনি ব্যর্থ মনে করেন।