Rubina Car Accident : ট্রাকের সঙ্গে সংঘর্ষ! পথদুর্ঘটনায় মাথায় চোট নায়িকার, দুমড়ে গিয়েছে গাড়ি!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rubina Car Accident : ‘বিগ বস সিজন ১৪’ খ্যাত রুবিনা জানিয়েছেন, তাঁর মাথায় এবং কোমরে চোট লেগেছে। প্রচণ্ড শকে ছিলেন তিনি। তবে একাধিক মেডিক্যাল পরীক্ষা হয়েছে। আপাতত সুস্থ আছেন রুবিনা।
advertisement
1/7

ভয়ঙ্কর পথদুর্ঘটনার কবলে বলি নায়িকা! দুমড়ে গিয়েছে তাঁর গাড়ি। ট্রাকের সংঘর্ষে এই কাণ্ড হয়েছে মুম্বইয়ের রাস্তায়। খবর দিলেন অভিনেত্রী রুবিনা দিলায়কের স্বামী অভিনব শুক্লা।
advertisement
2/7
রুবিনা নিজের গাড়ি চেপে যাত্রা করছিলেন। হঠাৎ একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। সম্ভবত পিছন থেকে এসে ধাক্কা মারে সেটি। ট্রাফিক নিয়ম মানেনি ট্রাকটি, ফলে এই ঘটনা হয়েছে বলে দাবি অভিনবর।
advertisement
3/7
‘বিগ বস সিজন ১৪’ খ্যাত রুবিনা জানিয়েছেন, তাঁর মাথায় এবং কোমরে চোট লেগেছে। প্রচণ্ড শকে ছিলেন তিনি। তবে একাধিক মেডিক্যাল পরীক্ষা হয়েছে। আপাতত সুস্থ আছেন রুবিনা।
advertisement
4/7
একইসঙ্গে রুবিনা জানান, ট্রাকচালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল ভক্তকে তাঁর অনুরোধ, সকলে যেন ট্রাফিক নিয়ম মেনে রাস্তাঘাটে চলাফেরা করেন।
advertisement
5/7
অভিনব ট্যুইট করে দাবি করেন, ট্রাকচালকের তরফে কোনও সাহায্য করার মানসিকতা ছিল না। এমনকি দূরে দাঁড়িয়ে হাসছিলেন তিনি।
advertisement
6/7
মুম্বই পুলিশকে ট্যুইটারে ট্যাগ করায় পুলিশ তারকা দম্পতিকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে বলেন। আপাতত সব ঠিক আছে বলেই জানান নায়িকা।
advertisement
7/7
‘বিগ বস ১২’ এবং ‘খাতরোঁ কি খিলাড়ি’, ‘ঝলক দিখলা যা’ ছাড়াও রুবিনা একাধিক ধারাবাহিক ‘শক্তি: অস্তিত্ব কি এহসাস’, ‘পুনর্বিবাহ: এক নয়ি উম্মিদ’, ‘সিঁদুর বিন সুহাগন’, ‘ছোটি বহু’-এ অভিনয় করেছেন।