Rubina Dilaik: লুকোচুরি করেও লাভ হল না! চার মাসের অন্তঃসত্ত্বা টেলি অভিনেত্রী, প্রকাশ্যে খবর
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Rubina Dilaik: মা হতে চলেছেন অভিনেত্রী রুবিনা দিলায়েক। চার মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সম্প্রতি রুবিনার জন্মদিন উদযাপনের ছবি দেখে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার ছড়িয়ে পড়িয়েছিল। এ বার সেই গুঞ্জনের শিলমোহর বসল।
advertisement
1/5

মা হতে চলেছেন অভিনেত্রী রুবিনা দিলায়েক। চার মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সম্প্রতি রুবিনার জন্মদিন উদযাপনের ছবি দেখে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার ছড়িয়ে পড়িয়েছিল। এ বার সেই গুঞ্জনের শিলমোহর বসল।
advertisement
2/5
রুবিনা এবং অভিনব শুক্ল ২০১৮ সালে ভালবেসে বিয়ে করেন। আপাতত নতুন সদস্যের অপেক্ষায় তাঁরা।
advertisement
3/5
তারকা-দম্পতির এক ঘনিষ্ঠ জানান, আগামী বছর রুবিনা এবং অভিনবের সন্তান ভূমিষ্ঠ হবে। নয়া দায়িত্ব পালনের জন্য মুখিয়ে দম্পতি।
advertisement
4/5
ব্যক্তিগত জীবনকে আগাগোড়া আড়ালেই রাখতে পছন্দ করেন রুবিনা এবং অভিনব। সেই কারণে অন্তঃসত্ত্বা হওয়ার পর আমেরিকায় চলে গিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
5/5
জানা গিয়েছে, একটি ফিকশন শোয়ে অভিনয়ের প্রস্তাব পান রুবিনা। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে নাকি সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি।