Rubina Dilaik-Abhinav Shukla Announce Pregnancy: সব জল্পনার অবসান! কালো পোশাকে স্পষ্ট 'বেবিবাম্প'... মা হতে চলেছেন বিগ বস বিজেতা রুবিনা দিলায়েক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Rubina Dilaik-Abhinav Shukla Announce Pregnancy: সম্প্রতি স্বামী অভিনব শুক্লর সঙ্গে ঘুরতে যান রুবিনা। ক্রু়জের ডেকে দাঁড়িয়ে ছবি দেন তিনি। আর সেই ছবিতেই কালো কো-অর্ড সেটে স্পষ্ট রুবিনার বেবিবাম্প।
advertisement
1/8

এক সময়ে টিভিতে রাজত্ব করতেন রুবিনা দিলায়েক। সন্ধ্যার নির্দিষ্ট স্লটে ঘরে ঘরে পৌঁছে যেত তাঁর বলিষ্ঠ অভিনয়।
advertisement
2/8
এখন অবশ্য রুবিনার পরিচয় তিনি বিগ বসের বিজেতা। ‘বিগ বস’ এবং ‘খাতরোঁ কি খিলাড়ি’, ‘ঝলক দিখলা যা’ ছাড়াও রুবিনা একাধিক ধারাবাহিক ‘শক্তি: অস্তিত্ব কি এহসাস’, ‘পুনর্বিবাহ: এক নয়ি উম্মিদ’, ‘সিঁদুর বিন সুহাগন’, ‘ছোটি বহু’-এ অভিনয় করেছেন।
advertisement
3/8
রুবিনা এবং অভিনব শুক্ল ২০১৮ সালে ভালবেসে বিয়ে করেন। এরপর তাঁদের জীবনে অনেক ওঠাপড়া এসেছে। তবে বিগবসের হাউজেই আবার সব ঠিক হয়ে গিয়েছে।
advertisement
4/8
এবার তাঁদের জীবনে এক বিরাট এক সুখবর। আগামী বছর রুবিনা এবং অভিনবের সন্তান ভূমিষ্ঠ হবে। নয়া দায়িত্ব পালনের জন্য মুখিয়ে দম্পতি।
advertisement
5/8
ব্যক্তিগত জীবনকে আগাগোড়া আড়ালেই রাখতে পছন্দ করেন রুবিনা এবং অভিনব। সেই কারণে অন্তঃসত্ত্বা হওয়ার পর আমেরিকায় চলে গিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
6/8
জানা গিয়েছে, একটি ফিকশন শোয়ে অভিনয়ের প্রস্তাব পান রুবিনা। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে নাকি সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি।
advertisement
7/8
সম্প্রতি স্বামী অভিনব শুক্লর সঙ্গে ঘুরতে যান রুবিনা। ক্রু়জের ডেকে দাঁড়িয়ে ছবি দেন তিনি। কালো কো-অর্ড সেটে স্পষ্ট রুবিনার বেবিবাম্প।
advertisement
8/8
সেখানেই তিনি লিখেছেন তাঁদের ছোট্ট ট্রাভেলরের আগমনের কথা।