TRENDING:

Rubina Dilaik-Abhinav Shukla Announce Pregnancy: সব জল্পনার অবসান! কালো পোশাকে স্পষ্ট 'বেবিবাম্প'... মা হতে চলেছেন বিগ বস বিজেতা রুবিনা দিলায়েক

Last Updated:
Rubina Dilaik-Abhinav Shukla Announce Pregnancy: সম্প্রতি স্বামী অভিনব শুক্লর সঙ্গে ঘুরতে যান রুবিনা। ক্রু়জের ডেকে দাঁড়িয়ে ছবি দেন তিনি। আর সেই ছবিতেই কালো কো-অর্ড সেটে স্পষ্ট রুবিনার বেবিবাম্প।
advertisement
1/8
জল্পনার অবসান! কালো পোশাকে স্পষ্ট 'বেবিবাম্প'.. মা হতে চলেছেন বিগ বস জয়ী রুবিনা
এক সময়ে টিভিতে রাজত্ব করতেন রুবিনা দিলায়েক। সন্ধ্যার নির্দিষ্ট স্লটে ঘরে ঘরে পৌঁছে যেত তাঁর বলিষ্ঠ অভিনয়।
advertisement
2/8
এখন অবশ্য রুবিনার পরিচয় তিনি বিগ বসের বিজেতা। ‘বিগ বস’ এবং ‘খাতরোঁ কি খিলাড়ি’, ‘ঝলক দিখলা যা’ ছাড়াও রুবিনা একাধিক ধারাবাহিক ‘শক্তি: অস্তিত্ব কি এহসাস’, ‘পুনর্বিবাহ: এক নয়ি উম্মিদ’, ‘সিঁদুর বিন সুহাগন’, ‘ছোটি বহু’-এ অভিনয় করেছেন।
advertisement
3/8
রুবিনা এবং অভিনব শুক্ল ২০১৮ সালে ভালবেসে বিয়ে করেন। এরপর তাঁদের জীবনে অনেক ওঠাপড়া এসেছে। তবে বিগবসের হাউজেই আবার সব ঠিক হয়ে গিয়েছে।
advertisement
4/8
এবার তাঁদের জীবনে এক বিরাট এক সুখবর। আগামী বছর রুবিনা এবং অভিনবের সন্তান ভূমিষ্ঠ হবে। নয়া দায়িত্ব পালনের জন্য মুখিয়ে দম্পতি।
advertisement
5/8
ব্যক্তিগত জীবনকে আগাগোড়া আড়ালেই রাখতে পছন্দ করেন রুবিনা এবং অভিনব। সেই কারণে অন্তঃসত্ত্বা হওয়ার পর আমেরিকায় চলে গিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
6/8
জানা গিয়েছে, একটি ফিকশন শোয়ে অভিনয়ের প্রস্তাব পান রুবিনা। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে নাকি সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি।
advertisement
7/8
সম্প্রতি স্বামী অভিনব শুক্লর সঙ্গে ঘুরতে যান রুবিনা। ক্রু়জের ডেকে দাঁড়িয়ে ছবি দেন তিনি। কালো কো-অর্ড সেটে স্পষ্ট রুবিনার বেবিবাম্প।
advertisement
8/8
সেখানেই তিনি লিখেছেন তাঁদের ছোট্ট ট্রাভেলরের আগমনের কথা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rubina Dilaik-Abhinav Shukla Announce Pregnancy: সব জল্পনার অবসান! কালো পোশাকে স্পষ্ট 'বেবিবাম্প'... মা হতে চলেছেন বিগ বস বিজেতা রুবিনা দিলায়েক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল