TRENDING:

Saptapadi Song: 'পথ' বদলে হয়েছে 'পদ', সপ্তপদীর নতুন গানে মজাদার টুইস্ট রকস্টার রূপম ইসলামের

Last Updated:
সপ্তপদী বাংলার নানা পুরনো খাবার নতুন আঙ্গিকে ভোজনরসিকদের সামনে আনে৷ ঠিক সেভাবেই রূপম ইসলাম যে গান তৈরি করেছেন সেখানে সুর-ছন্দ কিছুটা বদলেছে ঠিকই, কিন্তু পুরনো সেই ম্যাজিকটা অটুট থাকছে৷
advertisement
1/5
'পথ' বদলে হয়েছে 'পদ', সপ্তপদীর নতুন গানে মজাদার টুইস্ট রকস্টার রূপম ইসলামের
কলকাতার রেস্তোরাঁগুলির মধ্যে আরও একবার নজর কাড়ল সপ্তপদী রেস্তোরাঁ৷ এবার কোনও স্পেশ্যাল মেনু নয়, বরং তাঁদের গান এল সামন! ভাবছেন এটা আবার কী? এটাই তো বিশেষ চমক৷ এতদিন সপ্তপদী বললেই মনে হত উত্তম-সুচিত্রা জুটির বিশেষ সেই গান, এই পথ যদি না শেষ হয়৷ এবার এখানেই এল ট্যুইস্ট৷
advertisement
2/5
খাবার ও সঙ্গীতের দারুণ মেলবন্ধন তৈরি করল সপ্তপদী রেস্তোরাঁ৷ তাঁদের বিশেষ উপস্থাপনা “ফুডসিক্যাল ফিল্ম”৷ যা প্রকাশিত হল রকস্টার রূপম ইসলামের হাত ধরে৷ রূপমের কথায় ও সুরে তৈরি হয়েছে এই গান৷ এই গানে তাঁকে বাইক চরতেও দেখা গিয়েছে৷ সপ্তপদীর কালজয়ী গানের সঙ্গে নতুন গানটি দুর্দান্ত ব্লেন্ড করেছেন রূপম৷
advertisement
3/5
যেহেতু রেস্তোরাঁ কেন্দ্র করে গান, তাই তাতে উঠে এসেছে সপ্তপদীর বিভিন্ন জিভে জল আনা পদের নামও৷ যেমন কষা মাংস, সর্ষে ইলিশ, আলু পোস্ত, চিংড়ি মালাইকারি আরও বেশ কয়েকটা পদ৷ এই গানটা তৈরি করতে গিয়ে খুব আনন্দ পেয়েছেন, বলেছেন রূপম ইসলাম নিজেই৷
advertisement
4/5
সপ্তপদী বাংলার নানা পুরনো খাবার নতুন আঙ্গিকে ভোজনরসিকদের সামনে আনে৷ ঠিক সেভাবেই রূপম ইসলাম যে গান তৈরি করেছেন সেখানে সুর-ছন্দ কিছুটা বদলেছে ঠিকই, কিন্তু পুরনো সেই ম্যাজিকটা অটুট থাকছে৷
advertisement
5/5
গান তো গাইলেন রকস্টার, আর তাঁর পছন্দের সপ্তপদীর পদ কী কী? রূপমের সাফ উত্তর," ভেটকি চিংড়ির পপকর্ন, মুরগির চিড়ে চ্যাপটা!"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Saptapadi Song: 'পথ' বদলে হয়েছে 'পদ', সপ্তপদীর নতুন গানে মজাদার টুইস্ট রকস্টার রূপম ইসলামের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল