Jawan box office collection day 4: সব রেকর্ড ভেঙে দিল শাহরুখের জওয়ান, রবিবার কত আয়? পায়ের তলার মাটি সরে যাবে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Jawan box office collection day 4: সব রেকর্ড তছনছ করে রবিবার জওয়ানের আয় ৮১ কোটি টাকা। যা ‘ওপেনিং ডে’-এর থেকেও বেশি। বলিউডের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ আয় এটিই।
advertisement
1/7

পাঠান ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন অভিনেতা। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটির ব্যবসা করেছিল সেই ছবি। তবে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বাদশা। আতলী কুমার পরিচালিত জওয়ান হয়ে উঠল বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং। তারপর বলিউড দেখল ব্য়বসা কাকে বলে।
advertisement
2/7
সব রেকর্ড তছনছ করে রবিবার জওয়ানের আয় ৮১ কোটি টাকা। যা ‘ওপেনিং ডে’-এর থেকেও বেশি। বলিউডের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ আয় এটিই।
advertisement
3/7
প্রথম দিনে শুধু দেশের মধ্যেই হিন্দি ভাষায় ছবি ব্যবসা করেছে ৬৫ কোটি টাকার। কোনও হিন্দি ছবি এই রেকর্ড গড়তে পারেনি এতদিন। সেটা ছিল বৃহস্পতিবার।
advertisement
4/7
সূত্রের খবর অনুযায়ী ‘জওয়ান’-এর প্রথম দিনের আয় প্রায় ৫৩ কোটি টাকা হওয়ার সম্ভাবনা ছিল৷ বক্স অফিসে ৭৪.৫০ কোটি টাকা উপার্জন করে ইতিমধ্যেই প্রথম দিনেই বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবির শিরোপা পায় ‘জওয়ান’৷
advertisement
5/7
স্যাঙ্কলিঙ্কের রিপোর্ট অনুসারে দ্বিতীয় দিনে ‘জওয়ান’-এর আয় ৫৩ কোটি৷ যা প্রথম দিনের ৭৪ কোটির চেয়ে অনেকখানি কম৷ তবে দ্বিতীয় দিন কমে গেলেও ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যায় তখনই৷
advertisement
6/7
মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ৩০০ কোটির ঘরে পৌঁছয় 'জওয়ান'। সব রেকর্ড তছনছ হয়ে যায় রবিবার। sacnilk.com এর রিপোর্ট বলছে, রবিবার ৮১ কোটির ব্যবসা করেছে জওয়ান।
advertisement
7/7
এত উন্মাদনা কার জন্য? শুধুই অ্যাকশন? শুধুই রোম্যান্স? শুধুই কমেডি? নাকি স্বয়ং বাদশা?