TRENDING:

Riya Sen Controversial Life: একটা ভুল, শেষ করে দিল অভিনেত্রীর সম্মান! রাজপরিবারের রক্ত ভুলে বিয়ের আগেই নাকি গর্ভবতী ছিলেন?

Last Updated:
Riya Sen Controversial Life Gossip: বাংলা থেকে শুরু তারপর বলিউড ও দক্ষিণী ছবিতে কাজ করেছেন অভিনেত্রী রিয়া সেন৷ চলচ্চিত্রের চেয়ে ব্যক্তিগত জীবনের কারণেই বেশি আলোচনায় তিনি।
advertisement
1/8
একটা ভুল, শেষ করে দিল অভিনেত্রীর সম্মান!রাজপরিবারের রক্ত,বিয়ের আগে প্রেগন্যান্ট
 #: রিয়া সেন পশ্চিমবঙ্গের কলকাতার অভিনেত্রী৷ তিনি একদিকে সুচিত্রা সেনের নাতনি তেমনিই আবার বাবার দিক থেকে ত্রিপুরা রাজ পরিবারের মেয়ে৷ দিদা সুচিত্রা সেন, মা মুনমুন সেনের অপূর্ব সৌন্দর্য্যের অধিকারী রিয়া সেনকে নিয়ে অবশ্য বলিউড মহলে গসিপ প্রচুর৷ তিনি অভিনেত্রী যেমন দারুণ তেমনিই তাঁর হট অবতার নিয়ে ফ্যানরা একেবারে আপ্লুত হয়ে থাকেন৷
advertisement
2/8
হিন্দি ছবির দুনিয়ায় তিনি প্রথম সকলের নজর কেড়ে নেন ফাল্গুনী পাঠকের হিট গান চুড়ি যো খনকি হাতো মে  মিউজিক ভিডিওতে সকলের নজর কেড়েছিলেন৷ তারপরেই তাঁর কেরিয়ারে বড় জাম্প আসে৷ তাঁর কেরিয়ারের শুরু বলিউড মুভিতে৷ তাঁর প্রথম ছবি ১৯৯১ তে বিষকন্যা৷ এরপর তিনি স্টাইল , ঝঙ্কার, রাগিনী এমএমএস৷
advertisement
3/8
হিন্দির পাশাপাশি তিনি তামিল, তেলেগু এবং মালায়ালাম ছবিতেও কাজ করেছেন। এটি তামিল ছবি 'গুড লাক', 'আরাসাচি' এবং মালয়ালম ছবি 'অনন্তভদ্রম'-অভিনয় প্রশংসা পেয়েছিল। বাংলা সিনেমার সহজাত সাবলীল অভিনয়ে প্রশংসা পাওয়ার পাশাপাশি,  হিন্দি ও দক্ষিণী দুই দিকের ছবিতেই অভিনয় করেন রিয়া সেন৷
advertisement
4/8
কিন্তু, তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিতর্কিত গসিপ তাঁর উজ্জ্বল কেরিয়ারকে বড় ক্ষতি করেছিল৷  রিয়া সেন তাঁর কেরিয়ারের প্রথম দিকে অক্ষয় খান্নার সঙ্গে ডেটিং করছিলেন। তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি এবং এর পরে জন আব্রাহাম প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে যান। এমন কথাও ছড়িয়েছিল তাঁদের বিয়ে পর্যন্ত হবে, কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকেও খালি হাতেই ফিরতে হয় তাঁকে৷
advertisement
5/8
রিপোর্ট অনুসারে, জনের সাথে ব্রেকআপের কিছু সময় পরে, আমিশা প্যাটেলের ভাই অস্মিত প্যাটেল রিয়ার জীবনে প্রবেশ করেন এবং পরে তাদের দুজনের একটি এমএমএসও ফাঁস হয়। এরপর অভিনেত্রীর কেরিয়ারে বড় ধাক্কা লাগে। সেই ৯০-সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন তৈরি করে। তবে এই ভিডিওটিকে ভুয়ো বলে দাবি করেন রিয়া।
advertisement
6/8
এছাড়াও রিয়া সেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এবং  শ্রীসান্থকেও ডেট করেছেন। এর সঙ্গে যদি রিপোর্ট বিশ্বাস করা হয়, তিনি ৭৫ বছর বয়সী সলমান রুশদির সঙ্গেও ডেট করেছেন।
advertisement
7/8
সেই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক গসিপ নিয়েও পার্টিতে মেয়েকে চুমু খেয়েও আলোচনায় আসেন এই অভিনেত্রী। এটা ২০১৬ সালের ঘটনা। এই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর পর রিয়াদের জীবন তছনছ হয়ে যায়।
advertisement
8/8
 এর পাশাপাশি ২০১৬ সালে রিয়া সেনের জীবন নিয়ে আরও একটি বিতর্ক তৈরি হয়েছে। এই সময়ে, তিনি বিয়ের আগে তার প্রেগন্যান্সি নিয়ে তুমুল আলোচনায় ছিলেন। এই নিয়ে সকলের সামনে কোনও কথা বলেননি৷  (Photos- Riya Sen Instagram)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Riya Sen Controversial Life: একটা ভুল, শেষ করে দিল অভিনেত্রীর সম্মান! রাজপরিবারের রক্ত ভুলে বিয়ের আগেই নাকি গর্ভবতী ছিলেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল