Rituparno Ghosh Birth Anniversary : অমিতাভের নামে জয়াকে নালিশ ঠুকতেন ঋতুপর্ণ! পরিচালকের জন্মবার্ষিকীতে সুখস্মৃতি রোমন্থন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rituparno Ghosh Birth Anniversary : যতই বাংলার জামাই হোন না কেন, ভাষা উচ্চারণে বেশ ঠোক্কর খেতে হচ্ছিল বিগ বি-কে। যদিও মিষ্টি ভাষা হিসেবে ফরাসির পর বাংলা ভাষার কথাই মনে পড়ে অমিতাভের।
advertisement
1/9

দেখতে দেখতে ১০ বছর পেরিয়ে গিয়েছে। তিনি নেই। তাঁর শিল্প আঁকড়ে বসে বাঙালি। আজ সেই মানুষটির জন্মদিন। বেঁচে থাকলে ৬০ পূর্ণ হত তাঁর। তিনি ঋতুপর্ণ ঘোষ।
advertisement
2/9
পরিচালক হিসেবে তাঁর সুখ্যাতি যদিও কেবল বাংলার গণ্ডিবন্ধ ছিল না। বাংলা, আরব সাগরের তীরবর্তী শহর পেরিয়ে বিশ্বের দরবারে বিস্তারিত তাঁর জনপ্রিয়তা।
advertisement
3/9
সেই বঙ্গসন্তানের সঙ্গে ওঠাবসা ছিল দেশের সমস্ত বড় তারকার। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে কীরকম খুনসুটি চলত তাঁর? একটি পুরনো ঘটনার স্মৃতিচারণ করা যাক।
advertisement
4/9
জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ‘দ্য লাস্ট লিয়ার’-এ মুখ্য ভূমিকায় দেখা দিয়েছিলেন অমিতাভ। ঋতুপর্ণর এই ছবির কোনও কোনও দৃশ্যে বাংলায় কথা বলতে হয়েছিল অমিতাভকে।
advertisement
5/9
কিন্তু যতই বাংলার জামাই হোন না কেন, ভাষা উচ্চারণে বেশ ঠোক্কর খেতে হচ্ছিল বিগ বি-কে। যদিও মিষ্টি ভাষা হিসেবে ফরাসির পর বাংলা ভাষার কথাই মনে পড়ে অমিতাভের।
advertisement
6/9
বিগ বি-র একটি লেখা থেকেই জানা যায়, প্রতিদিন সেটে অমিতাভের বাংলা উচ্চারণের ভুল ধরতেন ঋতুপর্ণ। শুধু তা-ই নয়, রোজ প্যাকআপের পর জয়াকে ফোন করে তাঁর স্বামীর নামে নালিশ করতেন পরিচালক।
advertisement
7/9
সেই মজার দিনগুলি মনে পড়ে অমিতাভের। বর্ষীয়ান অভিনেতার কথায় জানা যায়, ঋতুপর্ণর সঙ্গে আরও একটি ছবির কথা হচ্ছিল, কিন্তু তার আগেই প্রয়াত হন পরিচালক।
advertisement
8/9
একা ঋতুপর্ণ গোটা বচ্চন পরিবারের সঙ্গে কাজ করে ফেলেছেন। অমিতাভের সঙ্গে ‘দ্য লাস্ট লিয়ার’, অভিষেক বচ্চনের সঙ্গে ‘অন্তরমহল’, বচ্চনবধূ ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ‘চোখের বালি’ ও ‘রেনকোট’ করেছেন।
advertisement
9/9
শেষে জয়ার সঙ্গে ‘সানগ্লাস’ ছবির কাজ শুরু করেছিলেন। কিন্তু ছবির কাজ শেষ হওয়ার আগেই চলে যান ঋতুপর্ণ। শেষ ছবিতে বৃত্ত্ সম্পূর্ণ করলেও জনতার সামনে এল না সেই ছবি।