TRENDING:

Rituparno Ghosh Birth Anniversary : অমিতাভের নামে জয়াকে নালিশ ঠুকতেন ঋতুপর্ণ! পরিচালকের জন্মবার্ষিকীতে সুখস্মৃতি রোমন্থন

Last Updated:
Rituparno Ghosh Birth Anniversary : যতই বাংলার জামাই হোন না কেন, ভাষা উচ্চারণে বেশ ঠোক্কর খেতে হচ্ছিল বিগ বি-কে। যদিও মিষ্টি ভাষা হিসেবে ফরাসির পর বাংলা ভাষার কথাই মনে পড়ে অমিতাভের।
advertisement
1/9
অমিতাভের নামে জয়াকে নালিশ ঠুকতেন ঋতুপর্ণ! পরিচালকের জন্মবার্ষিকীতে স্মৃতিচারণ
দেখতে দেখতে ১০ বছর পেরিয়ে গিয়েছে। তিনি নেই। তাঁর শিল্প আঁকড়ে বসে বাঙালি। আজ সেই মানুষটির জন্মদিন। বেঁচে থাকলে ৬০ পূর্ণ হত তাঁর। তিনি ঋতুপর্ণ ঘোষ।
advertisement
2/9
পরিচালক হিসেবে তাঁর সুখ্যাতি যদিও কেবল বাংলার গণ্ডিবন্ধ ছিল না। বাংলা, আরব সাগরের তীরবর্তী শহর পেরিয়ে বিশ্বের দরবারে বিস্তারিত তাঁর জনপ্রিয়তা।
advertisement
3/9
সেই বঙ্গসন্তানের সঙ্গে ওঠাবসা ছিল দেশের সমস্ত বড় তারকার। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে কীরকম খুনসুটি চলত তাঁর? একটি পুরনো ঘটনার স্মৃতিচারণ করা যাক।
advertisement
4/9
জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ‘দ্য লাস্ট লিয়ার’-এ মুখ্য ভূমিকায় দেখা দিয়েছিলেন অমিতাভ। ঋতুপর্ণর এই ছবির কোনও কোনও দৃশ্যে বাংলায় কথা বলতে হয়েছিল অমিতাভকে।
advertisement
5/9
কিন্তু যতই বাংলার জামাই হোন না কেন, ভাষা উচ্চারণে বেশ ঠোক্কর খেতে হচ্ছিল বিগ বি-কে। যদিও মিষ্টি ভাষা হিসেবে ফরাসির পর বাংলা ভাষার কথাই মনে পড়ে অমিতাভের।
advertisement
6/9
বিগ বি-র একটি লেখা থেকেই জানা যায়, প্রতিদিন সেটে অমিতাভের বাংলা উচ্চারণের ভুল ধরতেন ঋতুপর্ণ। শুধু তা-ই নয়, রোজ প্যাকআপের পর জয়াকে ফোন করে তাঁর স্বামীর নামে নালিশ করতেন পরিচালক।
advertisement
7/9
সেই মজার দিনগুলি মনে পড়ে অমিতাভের। বর্ষীয়ান অভিনেতার কথায় জানা যায়, ঋতুপর্ণর সঙ্গে আরও একটি ছবির কথা হচ্ছিল, কিন্তু তার আগেই প্রয়াত হন পরিচালক।
advertisement
8/9
একা ঋতুপর্ণ গোটা বচ্চন পরিবারের সঙ্গে কাজ করে ফেলেছেন। অমিতাভের সঙ্গে ‘দ্য লাস্ট লিয়ার’, অভিষেক বচ্চনের সঙ্গে ‘অন্তরমহল’, বচ্চনবধূ ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ‘চোখের বালি’ ও ‘রেনকোট’ করেছেন।
advertisement
9/9
শেষে জয়ার সঙ্গে ‘সানগ্লাস’ ছবির কাজ শুরু করেছিলেন। কিন্তু ছবির কাজ শেষ হওয়ার আগেই চলে যান ঋতুপর্ণ। শেষ ছবিতে বৃত্ত্ সম্পূর্ণ করলেও জনতার সামনে এল না সেই ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rituparno Ghosh Birth Anniversary : অমিতাভের নামে জয়াকে নালিশ ঠুকতেন ঋতুপর্ণ! পরিচালকের জন্মবার্ষিকীতে সুখস্মৃতি রোমন্থন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল